আমাদের কথা খুঁজে নিন

   

খলিল চাচার জন্য একটি সনেট

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। ধুঁ ধুঁ অতীতের থেকে ভেসে আসে কিছু দৃশ্যপট গাতার হালের কনিষ্ঠ সাথি খলিল চাচার কথা মনে হয়, কী সুন্দর ছিলো আমাদের জীবনের তট মানুষে মানুষে আহা কত অন্বয় ! স্কুল বেলাতেই কৃষকের যত হাল-গিরস্তি কাজ করি তটস্থ গবাদী পশুদের সাথে পাতি মিতালী ভোরবেলা করি স্কুলের পড়া মুখস্থ সবাই তখন বলে, কী সুন্দর সোনার ছেলে আমাদের কুতুবালি। আমার গাতার হালের সাথি খলিল চাচা আরা নেই এই শীতের শুস্ক শীর্ণ মাঠ চাষের আগেই গত আজকের অধ্যাপক আমি যে রাখাল ছেলে সেই কেউ নেই তাই আমার চোখে অশ্রু ঝরে অবিরত।

এভাবে একদিন আমিও ধুঁধুঁ অতীত হয়ে যাবো খলিল চাচার মতোন নির্জনে চলে যাবো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.