আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগে পালোয়ানের আসাঃ আশা এবং হতাশা

নামটা মনে রাখবেন ব্লগ জিনিসটা কী ভাই? আমি বুঝতাম না। ছোট মানুষ তো। কী মনে করে সামুব্লগে প্রোফাইল খুলেছিলাম বছরখানেক আগে, মনে নেই। কিন্তু কিছুই লেখা হয়নি। ফেইসবুকেই আমার কার্যক্রম সীমিত ছিলো।

মাঝে মাঝে সামুব্লগ নামটা চোখে পড়তো। সামুব্লগ যে সামহোয়ারইনব্লগ তাও জানতাম না! ঠিক এক মাস আগে ফেইসবুকেই এক ফেইসবুক বন্ধুর স্ট্যাটাস চোখে পড়লো। যার বিষয়বস্তু এরকম যে, সে একটা নতুন ব্লগ খুলেছে, লিখেছে, সেটা সুপারহিট হয়ে গেছে। তারও কিছুদিন আগে থেকে আমি ফেবুতে কবিতা পোস্ট করা শুরু করেছিলাম। কবিতা লিখি আমি ৬ বছর ধরে।

ফেবুতে সবই চুরি হয়। স্ট্যাটাস থেকে শুরু করে ছবি অব্দি। কবিতা দিলে যদি চুরি হয়ে যায়! এই ভয়ে দিতাম না। কিন্তু নিজের প্রতিভাকে আর কত দমিয়ে রাখবো! :পি চোখের সামনে দিয়ে কত কবিকে ফেইসবুকে হিট হয়ে যেতে দেখছি! ভাবলাম ব্লগে এসে কবিতা পোস্ট করা শুরু করি! যদি তাড়াতাড়ি বিখ্যাত হওয়া যায়! কিন্তু হতাশ হতে হল মানুষ পদ্য লাইক করে না। আমিও নিজের ব্লগের বাইরে কোথাও কমেন্ট করিনা।

ফলে খুব একটা প্রসারও হচ্ছে না। আমি কম কথার মানুষ। মাঝে মাঝে লাইক মেরে যাই কেবল! মোটের উপর পুরাই হতাশ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.