আমাদের কথা খুঁজে নিন

   

!!! প্রস্রাব দিয়ে জেনেরেটর চালান !!! Urine powered Generator !!!

মানুষ মানুষের জন্য..... আর তাই মানুষের সাথেই ছিলাম... আছি... থাকব... অদুর ভবিষ্যতে আপনি আপনার প্রস্রাব দিয়ে বাড়ির জেনেরেটর চালাতে পারবেন !!! কি অবাক হলেন তাই না ? অবিশ্বাস্য হলেও সত্যি । ঘটনাটি গত মাসেরেই – ৬ November ২০১২ । নাইজেরিয়া , আফ্রিকার অন্নতম প্রধান দেশ এবং তৈল খানির জন্য বিখ্যাত। লেগস নামের এক শহরে চার স্কুল ছাত্রী প্রস্রাব চালিত এই জেনেরেটরটি আবিষ্কার করেছে। এক লিটার প্রস্রাব দিয়ে ৬ ঘণ্টা জেনেরেটর চালিয়েছে তারা ।

তাও পরীক্ষা মূলক , বাণিজ্যিক হলে কি হবে!! ভাবতে পারছেন একটি বার ? যাই হক Maker Faire blog এর মতে সিস্টেমটা নিন্মক্ত প্রক্রিয়ায় চলে – ১ – প্রস্রাব একটা ইলেক্ট্রিকসেল / তড়িৎ কোষ এ পাঠানো হয়। যেটা নাইট্রোজেন , পানি আর হাইড্রোজেনকে আলাদা করে ফেলে। ২ – তারপর ওই হাইড্রোজেন পানির মধ্যে দিয়ে চালানো হয় পরিশোধনের জন্যে। এরপর এই পরিশোধিত গ্যাস সিলিন্ডারে পাঠানো হয়। ৩ – এই সিলিন্ডারের গ্যাস তারপর তরল বরাক্স এর সিলিন্ডারের মধে দিয়ে আবার চালানো হয়, পূর্বের পানি দ্বারা পরিশোধিত ভেজা গ্যাসকে শুষ্ক গ্যাসে রূপান্তর করানর জন্য।

৪ – আর সর্বশেষে এই শুষ্ক পরিশোধিত গ্যাস জেনেরেটরে পাম্প করান হয়। আর তখনই বাতি জ্বলতে শুরু করে !! সত্যি অবাক করা তাই না ? যদিও এখনও এই প্রযুক্তি কোন রকম স্বীকৃতি পাইনি , কিন্তু অদুর ভবিষ্যতে কে জানে কি হতে চলেছে!! আলোচনার বিষিয়ঃ ১ – সাবধানতার কারণে পুরো পাইপ লাইনে একমুখী ভাল্ব ব্যাবহার করা হয়েছে । ২- এটাও অবশ্যই মনে রাখার বিষয় , যে হাইড্রোজেনের কারনে এটা একই সাথে বিস্ফোরক যন্ত্র। ৩ - Maker Faire blog – টিতে এটা উল্লেখ করা ছিলনা যে তড়িৎ কোষের বিদ্যুৎ কোথা থেকে এসছিল। আর কি পরিমানে বিদ্যুৎ উৎপন্ন করার ক্ষমতা আছে জেনেরেটরটির।

৪ – বাংলাদেশের মত প্রগতিশীল দেশে এমন প্রযুক্তির খুব দারকার। তাই এখন থেকেই যেখানে সেখানে প্রসাব করার অভ্যাস ত্যাগ করাটাই বাঞ্ছনীয়। পরিবেশের কারনে , বিদ্যুতের কারনে । কি তাইনা? Copy past from Other Site  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।