আমাদের কথা খুঁজে নিন

   

সই লো সই- বিলাই খায় বড়ই/ সই লো সই- লবন পাইলো কই?

vagabond only জাতি হেলিকপ্টার বিদ্বেষী হইয়া উঠতেছে অনুমান করি। সোহেল রানারে কেন হেলিকপ্টারে আনা হইলো, এইটা নিয়া ক্ষোভ কাটতে না কাটতেই আকাশ ভরা সূর্য তাঁরার মাঝখানে মাওলানা শফিরে হেলিকপ্টারের ভিতরে খুইজা পায় এ দরিদ্র জাতি। ফলে, মাওলানার আয়ের উৎস খুইজা পাইতে চায় তারা। যেন হেলিকপ্টারে দোল খাইতে উঠছেন তিনি। যেন প্রয়োজন বিবেচনা পরিত্যাজ্য। মাওলানা বুইড়া মানুষ, তবু তার ফিজিক্যাল কন্ডিশন বিবেচনা কেউ করতে রাজী না। অথচ, শিশুপার্কের হেলিকপ্টার ছাড়া আর বাকী সব হেলিকপ্টারই আকাশপথে যোগাযোগের মাধ্যমমাত্র। যারা হেলিকপ্টারে চড়তে চায় তাদের সেই বাহনে চড়তে দেয়া হোক।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।