আমাদের কথা খুঁজে নিন

   

পোষা প্রাণী

* যুগের সাথে তাল মিলিয়ে মানুষের রুচির পরিবর্তন স্বাভাবিক ব্যাপার। বহুকাল আগে থেকেই অভিজাত শ্রেণী হতে শুরু করে মধ্যবিত্ত পরিবারগুলোর বাসা বা ফ্ল্যাটে টিয়া, ময়না, কোয়েল পাখি এবং দেশী বিদেশী কুকুর, বিড়াল ও খরগোশ পালন করে আসছে। এর বাইরেও বর্তমানে নানা প্রজাতির বিদেশী পাখি ও পশু ঢাকা শহরের এলিফ্যান্ট রোডের কাটাবন এলাকা, পুরান ঢাকার ঠাটারী বাজার এবং বঙ্গবাজার এলাকার পাশেই কেন্দ্রীয় পশু হাসপাতাল মার্কেটে পাওয়া যায়। যেসব পশু বা পাখি বাসাবাড়িতে পোষা যায় * ময়না, টিয়া, খরগোশ, বিদেশী কুকুর ও বিড়াল ছাড়াও নানা রং ও বর্ণের শৌখিন বিদেশী পাখি বাসাবাড়িতে পোষা যায়। এসবের মধ্যে রয়েছে বিভিন্ন রঙের বাজরিগার ও লাভ বার্ড, জাভা, ককাটেল, কিংস, জেব্রা ফিঞ্চ, গোল্ডেন ফিঞ্চ, রেড রোজেলা, রেড র‌্যাম, লোটেনো গোল্ডেন, ডায়মন্ড ডোব, সান ক্নুর ও কোয়েল অন্যতম।

এছাড়া ভালো জাতের কবুতর লক্ষ্মা, সিরাজি ও কিং র‌্যাম। প্রাণীর যত্ন * একটু সময় বেশী দিতে হয় খরগোশ, বিড়াল ও কুকুর পোষার জন্য। এসব প্রাণীর জন্য আলো-বাতাস রয়েছে এমন স্থান নির্ধারণ করতে হবে এদের খাঁচা বা বাসস্থানের জন্য। পর্যাপ্ত জায়গা থাকতে হবে খাঁচাতে। গ্রীষ্মকালে বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে।

তা না থাকলে খাঁচার দুই পাশে ফ্যান লাগিয়ে বাতাস চলাচলের ব্যবস্থান করতে হবে। শীতকালে শৈত্যপ্রবাহ প্রতিরোধের ব্যবস্থা রাখতে হবে, এছাড়া সূর্যের আলো প্রবেশের ব্যবস্থা রাখতে হবে। রাতে বৈদ্যুতিক বাতির সাহায্যে আলোর ব্যবস্থা রাখতে হবে। খাবার * পাখিকে খাবার হিসেবে বিভিন্ন ধরনের বীজ, শস্যদানা, গম, ভুট্টা, ধান, সরিষা, তিল, তিসি, কাউন, সূর্যমুখী ফুলের বীজ এবং পোলাওর চালের ধান দিতে হবে। এছাড়া কুকুরকে চর্বি ও মসলামুক্ত খাবার, বিড়ালকে মাছ, দুধ-ভাত, শুঁটকি ও মাঝেমধ্যে ইঁদুর এবং খরগোশকে কচি দূর্বা ঘাস খাওয়ার জন্য দিতে হয়।

পশু পাখির মূল্য * এসব পশু পাখির দাম যথাক্রমে কোয়েল জোড়ার দাম ৮৫ থেকে ১০০ টাকা। নানা ধরনের খরগোশ ৪৫০ থেকে ১,৫০০ টাকা, বিদেশি কুকুর প্রজাতিভেদে দাম ২,১০০ থেকে ৫০,০০০ টাকা, বিড়ালের ছানা ১৫০ থেকে ১,০০০ টাকা, বিভিন্ন ধরনের বাজরিগার জোড়ার দাম ৫৫০ থেকে ২,৫০০ টাকা, লাভ বার্ডের জোড়া ৩২০০ থেকে ৩,৫০০ টাকা, জাভা জোড়া ৪,১০০ থেকে ১০,০০০ টাকা, ককাটেল জোড়া ৪,২০০ টাকা থেকে ৪,৫০০ টাকা, কিংস ৩৫০ টাকা থেকে ৭০০ টাকা, জেব্রা ফিঞ্চ জোড়া ৩৫০ টাকা থেকে ৭০০ টাকা, গোল্ডেন ফিঞ্চ জোড়া ৪,৬০০ টাকা থেকে ৫,০০০ টাকা, রেড রোজেলা জোড়া ৬১,০০০ টাকা থেকে ৬৫,০০০ টাকা, রেড র‌্যাম জোড়া ২০,৫০০ টাকা থেকে ২৫,০০০ টাকা, লোটেনো গোল্ডেন জোড়া ৬,৫০০ টাকা থেকে ৭,০০০ টাকা, ডায়মন্ড ডোব জোড়া ২,০০০ টাকা থেকে ২,২০০ টাকা, সান ক্নুর জোড়া ২,১০০ টাকা থেকে ২৫,০০০ টাকা এবং বিভিন্ন শৌখিন কবুতর জোড়া পাবেন ৫০০ টাকা থেকে ৫০,০০০ টাকায় পাওয়া যায়। খাঁচার মূল্য * বিভিন্ন সাইজের পশু-পাখির খাঁচা রয়েছে। সাইজ অনুযায়ী ২০০ টাকা থেকে ৩,০০০ টাকায় পাওয়া যায়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।