আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট প্রসংগ

আমি যাকে চাই সে কেন আমার হয় না,যে আমাকে চায় আমি কেন তার হই না। একটা প্রশ্নঃ পাকিস্তান কেনো অন্য কোনো দেশকে ইনভাইট করেনা? আমাদেরকে কেনো বার বার বলির পাঠা বানাতে চায়? তার মানে আমাদের প্লেয়ার দের কোনো মুল্য নেই? ভাবুন আপনারা... একটা সাকিব একটা তামিম পাইতে আমাদের কতই না অপেক্ষা করতে হইসে। পাকিস্তান সিকিউরিটি দিবে বলতেছে তবে আমার কথা হল এই এত টেনশন দায়বদ্ধতা নিয়ে কি পাকিস্তান যাওয়ার খুব বেশী দরকার??? আজকে যদি বিপিএলের প্লেয়ারের জন্য বাংলাদেশকে পাকিস্তান পাঠানো হয় তাহলে এই কথাও পরিষ্কার শুনে রাখুন বিসিবি, পরবর্তী বছর থেকে পাকিস্তানে পিপিএল চালু হবে যেখানে বাংলাদেশকে নো এন্ট্রি দিতে তারা কুন্ঠাবোধ করবেনা। অনেকে মনে করতে পারে, পাকিস্তান মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের অনেক হিন্দু আর নাস্তিকেরা চাইবেনা বাংলাদেশ পাকিস্তান যাক আর সেখানে আবার খেলা চালু হউক । কিন্তু আমার মনে হয় তারা ভুল চিন্তায় মগ্ন , পাকিস্তান এমন একটা দেশ যেখানে মিনিটে মিনিটে বোমাবাজি হয়, যুদ্ধের কথা আর নাই বা বললাম কারণ এক পক্ষ বলবে খেলার সাথে রাজনীতি কেনো, আর আসল কারন হচ্ছে বাংলাদেশ পাকিস্তানে যাওয়া মানেই হচ্ছে সেখানে পিপিএল চালু করার সনদ দিয়ে আসা যেটা বিপিএল কে ফ্লপ করতে যথেষ্ট আর সে জন্যই আমার এই বিরোধীতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।