আমাদের কথা খুঁজে নিন

   

কম দামে সোলার প্রযুক্তি

হ্নীলার বাঁধন উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশে বিদ্যুৎ সমস্যা প্রকট । আমরা আইপি এস যে টাকা খরচ করি সামান্য একটু বেশি খরচ করলে আমরা সহযে হোম সোলার সিস্টেম বসাতে পারি । এর অন্যতম সুবিধা হল লোডশেডিং মুক্ত বিদ্যুৎ ব্যাবস্হা কোন বিল দিতে হবে না । প্রায় সব প্যনেলে ২৫ বছরের গ্যারান্টি দেয় এর একমাত্র অসুবিধা হল ইনস্টলেশন খরচ একটু বেশি । একটু হিসেব করে দেখ বর্তমান প্যনেল রেট হল প্রতি ওয়াট ৭৫ টাকা । মালেশিয়ানটা ৮৫ । ২ ইউনিট ইলেকট্রিসিটি খরচ হয় এমন পরিবারে ৩৫০ ওয়াট প্যনেল হলে যথেষ্ট । খরচ প্যনেল ৩৫০*৭৫=২৬২৫০ ব্যটারি ১৩০ এম্পিয়ার * ২ = ৩০০০০ (৫ বছরের গ্যরান্টি) ১ কিলোওয়াট ইনভার্টার = ২০০০ টাকা ইন্সটলেশন ৬০০০ টোটাল খরচ ৬৪২৫০ টাকা । বিশেষ দ্রষ্টব্য ‍ঃ আমরা সবাই যদি পারিবারিকভাবে সৌর প্রযুক্তির উপর নির্ভরশীল হয় তাহলে মনে হয় দেশে মন্ত্রী এমপিদের মিথ্যা আশ্বাস আর শুনতে হবে না ।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।