আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বজীৎ নিজেই হেরে বসে আছে!

নব রূপে নিজের ছায়া, অকাল বোধনে শারীরিক অনুভব। দীপান্বিতা নৈসর্গিক রজনী আর কাঁয়া, কাম ক্রোধ হয় কি পরাভব? স্বর্ণালী উত্তরণে সুবির্নেস্তপরিখা, ক্ষরণে হীরক নয়তো বধ। উৎবেলিত আনন্দে ভাবছ সখা, পাপে পুণ্যে সৃজনী শোধ। নিবেদিতা সময়ে সুখ সন্ধান, জয়ী গড়ে যোগ্য প্রতিরোধ। একপা তুলে; টেবিলে দাঁড়িয়ে সটান, অনুশাসনের পরাজিত বিবেগ জগত। নীরহারা পাখি পিছু ফিরে দেখেছে, বিশ্বজীৎ নিজেই হেরে বসে আছে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।