আমাদের কথা খুঁজে নিন

   

۩۞۩ ভারতের একটি কলেজে মেয়েদের জন্য jeans, short dresses and T-shirt পরা নিষিদ্ধ করেছে ۩۞۩

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই। কিছু দিন আগে পত্রিকায় ভারতের একটি গ্রামে মেয়েদের জন্য মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার খবর পড়েছি। এবার আরেকটি মজার খবর হচ্ছে, ভারতেরর একটি কলেজে ছাত্রীদেরকে jeans, short dresses and T-shirt পরা নিষিদ্ধ করেছে। কেউ পরলে ১০০ রুপি জরিমানা দিতে হবে। নিউ দিল্লী থেকে ১১০ কিঃ মিঃ দুরে হারিয়ানা রাজ্যে The Adarsh Women’s College এ এই আদেশ জারী করেছে।

খবরটি ভারত ও বিশ্বের বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে। কলেজের প্রধান Alaka Sharma বলেন- এই পোষাক গুলো পশ্চিমা দেশের। এই পোষাকে ছাত্রীদের দেখে ছাত্ররা নষ্ট হয়ে যাচ্ছে। ওরা ছাত্রীদেরকে ইভটিজিং করছে। ইভটিজিং থেকে রক্ষা পাবার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি।

হিন্দু প্রধান দেশ ভারতের গার্ডিয়ানরা বুঝতে পারছে যে তাদের দেশে পশ্বিমা দেশের সংস্কৃতি ঢুকে পড়েছে। পশ্চিমা সংস্কৃতি তাদের সন্তানদের পোষাক-আচার-আচরণ বদলে দিচ্ছে। দুঃখজনক হলেও সত্য যে, আমাদের দেশে ও এখন পশ্চিমা দেশের হাওয়া লেগেছে। মেয়েরা শর্ট ড্রেস পরে ঘরের বাইরে চলাফেরা করছে। ওরনা গলায় পেঁচিয়ে বন্ধুর হাত ধরে বিভিন্ন পার্কে-শপিং মলে ঘুরে বেড়াচ্ছে।

কিছু কিছু মেয়ে শালীন পোষাকে কর্মস্থলে-কলেজ-ভার্সিটিতে যায় বাকীরা ইচ্ছেমত প্রসাধনী মেখে রূপ প্রদর্শন করে চলেছে। আমাদের দেশেও ইভটিজিং হচ্ছে। তবে মাত্রা বেড়ে গেলে আগামীতে ভারতের মত ডিগ্রী জারি করতে পারে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।