আমাদের কথা খুঁজে নিন

   

জান্নাতে ঘর বানানোর সহজ উপায় - ঝগড়া বিবাদ ত্যাগ করুন ।

আল্লাহ ছাড়া আর কোন সৃষ্টিকর্তা নেই । হযরত মোহাম্মদ (সাঃ) আল্লাহর বান্দা ও রাসূল । হযরত আবু উমামা (রাঃ) বর্ণনা করেন, রাসূল (সাঃ) বলিয়াছেন, সেই ব্যাক্তির জন্য জান্নাতের কিনারায় আমি একটি ঘরের জিম্মাদারী লইতেছি , যে ব্যক্তি ন্যায়ের উপর থাকিয়াও ঝগড়া-বিবাদ ত্যাগ করে । সেই ব্যক্তির জন্য জান্নাতের মাঝখানে ঘরের দায়িত্ব লইতেছি যে ব্যক্তি ঠাট্রা বিদ্রুপের মধ্যেও মিথ্যা কথা বলে না । সেই ব্যক্তির জন্য জান্নাতের সর্বোচ্চ স্তরে একটি ঘরের দায়িত্ব লইতেছি যে ব্যক্তি নিজের চরিত্রকে উত্তম করে ।

(আবু-দাউদ ) হযরত নাওয়াস ইবনে সামআন আনসারী (রাঃ) বলেন, রাসূল (সাঃ) কে আমি পাপ-পূণ্য সম্পর্কে জিজ্ঞাসা করিলাম । তিনি বলিলেন, পূণ্য হইতেছে ভালো চরিত্রের নাম আর পাপ হইতেছে সেই সব বিষয় , যাহা তোমার অন্তরে খটকা লাগে এবং মানুষের নিকট যাহা প্রকাশ করা তোমার নিকট অপছন্দনীয় মনে হয় । (মুসলিম) মহান আল্লাহ তায়ালা বলেন, 'তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে ছুটিয়া যাও আর সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আকাশ জমিনের প্রশস্ততার মত । যাহারা আল্লাহকে ভয় করে তাহাদের জন্য সেই জান্নাত প্রস্তুত করা হইয়াছে । সচ্ছল অসচ্ছল উভয় অবস্হায় যাহারা আল্লাহর পথে ব্যয় করিতে থাকে ।

যাহারা ক্রোধ সংবরণ করে , যাহারা মানুষকে ক্ষমা করে । আল্লাহতায়ালা এরকম নেককারদেরকে পছন্দ করেন । (সূরা আল-ইমরান) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.