আমাদের কথা খুঁজে নিন

   

**যে দিন ওদের ঘরে উনুন জ্বলে না, সেদিন ওদের পেট জ্বলে'পেটে গামছা বেঁধে থাকে খিদের জ্বালায়... ভাবতে থাকে পরের দিন কাজ পাবোত?**

for some, I am Salvation. for the others.... their destruction!! \m// ১৮৮৬ সালের আগেও ১লা মে ছিল ...কিন্তু তা সাধারণ দিনের মতোই..... ১৮৮৬ সালের আগে শ্রমিক দের অবস্থা কেমন ছিল..??..না কোন প্রশ্ন নয়...কোন জিজ্ঞাসা নয়..তা ইতিহাস... আসুন আজ আমি 'মেদিবস' এক জন মানুষের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি....সেইমানুষটির নাম 'শ্রমিক' "আমি শ্রমিক বলছি.......১৮৮৬ সালের আগে আমাদেরপ্রতিদিন কাজ করতে হত দৈনিক ১১থেকে ১৩ ঘন্টা... আমারা যে মানুষ নামে কোন প্রাণী তা কেও ভাবতোনা....তারা পশু ও শ্রমিকে এক ভাবতো..... ও আমি ভুলে গিয়েছি তাদের সাথে পরিচয় করাতেআমি ভুলেই গেছি....তারা হলেন মহান...তারা আমাদের প্রভু,আর আমরা দাস...তারা বাবু, তারা আমাদের মালিক........... কিন্তু আমার আর কত দিন তা সহ্য করবো ....আমরাপ্রতিবাদ করি এই পাশবিক অত্যাচারের.... আমেরিকা যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটেআমারা মিলিত হই মিছিল করি। একত্রিতহয়ে আমরা শ্লোগান তুলি 'পুজিবাদী মানুষের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও'... দৈনিক ৮ ঘন্টা কাজের দাবি মানতে হবে......মানতেহবে.... আমরা সমবেত হই আগস্ট স্পীজ নামে এক জন মহাননেতার নেতৃত্বে...... এই একত্রিত সমাবেশকে আমাদের প্রভুরা ভয় পান......এতটাইদৃপ্ত শ্লোগান যে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন.... অর্তকীতে পুলিশ গুলি চালায়...সাথে সাথে ১১জন আমরা (শ্রমিকেরা) প্রাণ দিই...১৮৮৬ সালের ১লা মে দিনে অনেকে জেলে ধরে নিয়ে যাওয়া হয়...বিচারে ৬জনের ফাঁসি হয়...আগস্ট স্পীজ এরও ফাঁসি হয়... তিনি তাঁর শেষ কথা বলে গেলেন ফাঁসির মঞ্চে.... 'আজ আমাদের এই নি:শব্দতা, তোমাদের আওয়াজ অপেক্ষা অধিক শক্তিশালী হবে' আমি শ্রমিক...মাহান নেতার জন্য একটিই গানগাই.... "ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন্ বলিদান আজি পরীক্ষা, জাতির অথবা জাতের করিবে ত্রাণ?" এর পর প্রায় তিন বছর কেটে গেছে........ ১৮৮৯ সালে ১লা মে, হে মার্কেট বর্বর ভাবে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্যারিসে সমাজতন্ত্রীও শ্রমিক পার্টি ১লা মে দিনটিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করেন...! এর পর থেকেই সারা পৃথিবীতে শ্রমিক স্বাধীনতারঝড় ওঠে....ধর্মঘটৈর মাধ্যমে মালিকপক্ষকে নতি স্বীকার করানো হয় বহু জয়গায়.. আমরা (শ্রমিকরা)বলে উঠি.. ‘শোকতপ্ত হয়ো না, সংগঠিত হও'..... বহু রক্তাক্ত পথ অতিক্রম করে....আজ দৈনিক৮ ঘন্টা কাজের দাবি স্বীকৃত..সপ্তাহে এক দিন ছুটি...... 'মে দিবস' আমি (শ্রমিক)আপনাকে ধন্যবাদ জানাই........." #ধন্যবাদ শ্রমিক বন্ধু.....কিন্তু আমি (মে দিবস )যদি প্রশ্ন করি সত্যই কি আপনি এখনো স্বাধীন....? আপনাদের মধ্য শিশু শ্রমের পরিমান কত....মহিলাশ্রমিক কত...কত টাকায় বা আপনার মজুরি...কতক্ষণ এখনো কাজ করতে হয়..? না আপনিও সঠিক বলতে পরবেন না....! 'যে দিন ওদের ঘরে উনুন জ্বলে না, সেদিন ওদের পেট জ্বলে'.....পেটে গামছা বেঁধে থাকে খিদের জ্বালায়... ভাবতে থাকে পরের দিন কাজ পাবোত? "ওরা চিরকাল টানে দাঁড় , ধরে থাকে হাল , ওরা মাঠে মাঠে বীজ বোনে , পাকা ধান কাটে । ওরা কাজ করে নগরে প্রান্তরে। শত শত সাম্রাজ্যের ভগ্নশেষ- ' পরে ওরা কাজ করে ।" ওরা প্রতিবাদ করে........নিজেদের অধিকার প্রতিষ্ঠাকরতে রাজপথে মিছিল করে..... নিজেদের অধিকার ছিনিয়ে নিতে.....ছিনিয়ে নিতে হবে নিজেদেরকেই........ আর কেউ এদের মনে রাখেনা.........একমাত্র আমি ,(মে দিবস )এদের মনে রাখি...... চিরদিন মনে রাখব.....! ************************************** http://www.fb.com/idoit4yous http://www.twitter.com/im_tahsin skype : shuvo_says

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।