আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগারদের বিজয় র‍্যালি, জানা আপুর মিডিয়া কাভারেজ এবং একজন রিফুর বাদ পড়ার কাহিনি

নোবিতা রিফুর কোনও কৃতকর্মের দায়ভার আমি নিমু না... এই গল্পের কাহিনি সিম্পল, ২০১২ সালের ১৬ই ডিসেম্বর ব্লগাররা বিজয় যাত্রার আয়োজন করে। উৎসবমুখর পরিবেশে র‍্যালি চলতে থাকে। . . . . . এমন একটা সময় সোনা ঘুমালো পাড়া জুড়ালো, মিডিয়া এলো দেশে... এসে জানা আপু, আরিল ভাইয়া, কিন্নরী আর রিফুর ইন্টারভিউ নিলো... বাকিটা এই রিপোর্ট দেখলেই বুঝবেন... (ইউটিউব না দেখা গেলে এখানে ক্লিকান) কি বুঝলেন? হ্যা ঠিক, এর মধ্যে রিফুর ইন্টারভিউ নাই...! হতচ্ছাড়া রিপোর্টার যখন শুধাইল, আপনিও কি বিদেশ থেকে আসিয়েছেন? রিফু বলিয়াছিল জী না আমি বিদেশ থেকে আসি নাই, আমি বাংলাদেশেই থাকা এক আমব্লগার। তাহা বলাই সম্ভবত কাল হইয়াছে। বাংলাদেশে থাকা আমব্লগারকে কেউ টিভিতে দেখাইতে চায় না... এর পর রিফুর ইন্টারভিউ টিভিতে না দেখানোর প্রতিবাদে শহীদ মিনারের সামনে আমরণ অনশন করেন ব্লগাররা... পোস্ট এই পর্যন্তই...  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।