আমাদের কথা খুঁজে নিন

   

সেরা বাংলা ব্লগের পদক বিজয়ী আবু সুফিয়ান জামাতি আর্থিক সহযোগিতায় গড়ে তুলেছে তুলেছেন পিপলস বিডি নামের নতুন ব্লগ !!!

আমার আগের নিক হ্যাক হয়েছে কিনতু দ্বাবি একটাই যুদ্ধাপরাধীদের ফাসি চাই। ___________________ @সুলতান মির্জা সেরা বাংলা ব্লগের পদক বিজয়ী আবু সুফিয়ান জামাতি আর্থিক সহযোগিতায় গড়ে তুলেছে তুলেছেন পিপলস বিডি নামের নতুন ব্লগ !!! গত বছর জার্মান ভিত্তিক রেডিও ডয়েচে ডেল এর উইথআউট রিপোর্টার বিভাগে সেরা বাংলা ব্লগের পদক পেয়েছিল সাবেক বিডি নিউজ ব্লগের অনুসন্ধানী ব্লগার আবু সুফিয়ান। যার প্রতি শ্রদ্ধা ছিল আমার আকাশ চুম্বী। শুধু একটি কারণে যতটুকু জানতাম উনি জামাত বিরোধী একজন। তাই আমি উনার জন্য প্রচার প্রচারণা ও চালিয়েছিলাম,কিন্তু যখন আমার ঘুম ভাংগে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।

যা ভেবেছিলাম সব ছিল ভুল, তাছাড়া জার্মান ভিত্তিক রেডিও ডয়েচে ডেল এইরকম এইজন সাম্প্রদায়িক ব্যাক্তি কে কী মনে করে সেরা বাংলা ব্লগার এর পুরস্কার দিয়েছিল তা এখনো বুঝে উঠতে পারিনি। আমরা জানি, সাগর-রুনি হত্যা কান্ড চলতি বছরের অন্যতম একটি আলোচিত ঘটনা ছিল, বিশেষ করে সকল ব্লগার ও ব্লগার সমাজ এই বিষয় নিয়ে আন্দোলন করেছে নির্ভীগ্নে বিচার চেয়ে, অথচ এই আবু সুফিয়ান বিডি ব্লগের ব্লগারদের কে ব্যবহার করেছে শুধু মাত্র একটি পুরস্কার পাওয়ার চিন্তায়, ধিক জানাচ্ছি, ব্লগার আবু সুফিয়ানের এই চিন্তা চেতনাকে। যে বিষয়ে বলার জন্য এই লেখা, সেই জার্মান ভিত্তিক রেডিও ডয়েচে ডেল এর পুরস্কার প্রাপ্ত আলোচিত ব্লগার এবার শুরু করেছে তার নিজের মালিকানাধীন পিপলস ব্লগ নামের নতুন একটি ব্লগ। তাতে সমস্যার কিছু নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে, আবুসুফিয়ান স্বাধীনতার পক্ষে কথা বলার প্রতিশ্রুতি দিয়ে, জামাত-শিবিরের এক দল কর্মী নিয়ে নতুন করে স্বাধীনতা বিরোধী শক্তিকে চাঙ্গা করার যে কৌশল অবলম্বন করেছে তার প্রতিবাদ জানাচ্ছি। আমার এখন বলতে দ্বিধা নেই, যে আবুসুফিয়ান মাত্র একজন সাংবাদিক, সে একটা ব্লগ চালানোর জন্য এত টাকা পেল কোথায় ? আমি যতটুকু জানি তার আর্থিক অবস্থা ততটা ভাল নয়, অথচ সে এখন ব্লগের মালিক।

কে দিয়েছে তাকে টাকা ? তাহলে কী জামাতীদের অর্থ সাহায্য নিয়ে সে ব্লগ চালু করেছে ? জামাত-শিবিরের পক্ষে কৌশলে কথা বলার জন্য ? ভাবনার খোরাক করে দেয়, উপরেল্লিখিত যে ছবিটি দিয়েছি, সেখানে গোল চিহ্নিত যে ছবিটি রয়েছে তার নাম হচ্ছে আশিকুর রহমান ইমন(ব্লগার নিক নেইম আলোর সন্ধানে) সামু লিঙ্ক সোনাব্লগ লিঙ্ক সে থাকে নারায়ণগঞ্জের কাচপুরে, শিবিরের মাঠ পর্যায়ের একজন কর্মী সে। বিডি ব্লগে যখন তার আসল চেহারা আমি উম্মেচিত করেছিলাম তখন সে বিডি ব্লগ ছেড়ে চলে যায়। অথচ সেই বিখ্যাত ছাগু টি কে নিয়ে ব্লগার আবু সুফিয়ান মুক্তিযুদ্ধের কথা বলবে, বিষয়টি অত্যান্ত হাস্যকর। এখন আমার কাছে অত্যান্ত পরিস্কার জার্মান ভিত্তিক রেডিও ডয়েচে ডেল বাংলাদেশে শিবিরের ছাগু উত্পাদন খামার করার জন্য ব্লগার আবু সুফিয়ান কে তাদের সেরা বাংলা ব্লগের পুরস্কার টি দিয়েছিল। তাই সকল মুক্তিযুদ্ধের পক্ষের ভাইদের কাছে বিনীত অনুরোধ করছি, জার্মান ভিত্তিক রেডিও ডয়েচে ডেল কে ঘৃণা করুন, তাদের বিশ্বাস করবেন না, এরা বাংলাদেশের ধর্মান্ধ রাজনটিক সংগঠন, স্বাধীনতা বিরোধী জামাত-শিবির চক্রের পুনর্বাসনে কাজ করে যাচ্ছে।

নিউজ লিঙ্ক দেখুন যেখানে আবু সুফিয়ান ছাগু বান্ধব সুশীলতার কথা বলেছেন। ধন্যবাদ, @সুলতান মির্জা।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।