আমাদের কথা খুঁজে নিন

   

কেন যৌবন এলি জিবনে

কত হাসি ছিল আমার অবুঝ ভুবনে ভালো তো ছিলাম আমি কিশোরে কেন যৌবন তুই এলি জিবনে এখন অজস্র জ্বালা দুঃসহ অন্তরে । দুরন্ত মন সর্বদা একা ছুটে অন্যায় অত্যাচারকে প্রশ্রয় দিবেনা বলে বক্ষে হিম্মত নিয়ে ঝাপিয়ে পড়তে চায় শুধু বীর বাঙ্গালির জাতির সন্তান বলে । পিছু ফিরে তাকায় না আর মন ভাবিনা কি হবে তার পরিনাম চলিছিতো চলেছি থামবোনা কোন অজুহাতে এই দেখে বার্ধক্যেরা করে শুধু বদনাম । কাপুরুষেরা কেন পিছন থেকে আঘাত করে কেন ওরে অকারনে যৌবন কে চায় থামাতে নির্বোধেরা কেন জানে না যৌবন হার মানে না, চলে তার গতিতে । সমাজ বলে ত্যাজ্য করে দাও এখানে উশৃঙ্খ্ন চলবে না থামিয়ে দিতে চায় সাহসি যৌবনকে কিন্তু যৌবন তো থামতে জানে না । অন্যায়কে দু’নয়নে নিরবে দেখতে হলে কেন উদ্যান যৌবন তুই এলি জিবনে বুঝবো না অন্যায় অত্যাচার কাকে বলে ফের আমাকে নিয়ে যাও কিশোরে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।