আমাদের কথা খুঁজে নিন

   

ফাসীর দাবী নিয়ে এসেছি

শীতের জড়া ছিন্ন করে গেয়েছিলাম একদিন বুকের রক্তে লাল করে সবুজ প্রান্তরের স্নিগদ্ধতাকে আগলে রাখার প্রত্যয়ে মায়ের চোখের জলে বোনের আব্রুর বিনিময়ে জয় বাংলা বাংলার জয়। কাল রাতের বিষাক্ত ছোবলে বেদনায় নীল হয়ে হায়েনার হাসি আবার ঐ বাজে কোথায় তোরা, ছুটে আয় আবার হাতে হাত, মুষ্ঠিতে বজ্র নিয়ে আবার ঝাপিয়ে পড় পিশাচের দাঁত উপড়ে ফেল গগণ বিদারী পূর্বপুরুষের রণ হুংকারে জয় বাংলা। ভোরের সুর্যের অপেক্ষার কালে আজ আবার বিজয়ের দামামা আবার বাজিয়ে দে পিশাচের টুটি চেপে, রক্ত লোলুপ হায়েনার করোটিতে গেথে দে আমার সোনার বাংলার মানচিত্র অনেক কেদেছি, আর কাদতে চাই না মায়ের অশ্রু, বোনের আব্রুর হিসাব চাই আর কান্না, অবগুণ্ঠন নয়। তপ্ত সুর্যের আলোয় শক্ত ভাবে বলতে চাই সমস্বরে কাঁদতে আসিনি ফাসীর দাবী নিয়ে এসেছি বিচার দেখতে নয় বিচার কার্যকর করতে এসেছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।