আমাদের কথা খুঁজে নিন

   

কখন পোস্ট দিবেন, কখন দিবেন না- একটি উপলব্ধিমূলক পোস্ট

উচিত কথা কমু, তাতে মসজিদ আর মাদরাসা কি আপনার কোন পোস্ট দেয়ার দরকার নেই, যখনঃ ১- আপনার লিখার ওপর কমপক্ষে পাঁচটি মন্তব্য পাবেননা। ২-কমপক্ষে পাঁচটি লাইক পাবেননা। ৩-পত্রিকা থেকে শুধু কপি পেস্ট করেন, ৪-একটা পোস্ট দিয়ে বারবার সেই পোস্টের লিংক দেন ৫- নিজের ওয়েবসাইটের বিগ্গাপন দেন ৬-নিজের পরিচিতজনের বাইরে অন্য কারো মন্তব্য পান না ৭-আপনি কারো পোস্টে মন্তব্য করলে সেও আপনার পোস্টে মন্তব্য করে, ৮-বহুল চর্বিত, চর্চিত কৌতুক ক্রমাগত পোস্ট করেন, ৯-এক বিষয়ে যখন দেখেন একাধিক পোস্ট আসছে এবং ১০- প্রভা, ইভা ইত্যাদি চুলকানি বিষয়ক পোস্ট। কেন করবেন না- কারণসমূহঃ ১- আপনার লিখার মান ভালো না। ২- যা চাইলো তাই লিখে দিয়ে প্রথম পাতার জায়গা মেরে দিলেন ৩- আপনার বাজে পোস্টের জন্য ভালো একটা লিখা প্রথম পাতা থেকে হারিয়ে গেলো, ৪- অন্যের ভালো একটা লিখা প্রথম পাতায় বেশীক্ষণ না থাকায় অনেকেই পড়ার সুযোগ পেলোনা।

৫-যারা ব্লগিং করে তারা সবাই অনলাইনে পত্রিকা পড়ে, তাই আপনার কপি পেস্ট করার দরকার নাই। ৬-ব্লগ- ফেসবুক কিংবা আপনার ব্যক্তিগত ম্যাসেন্জার বাক্স না ৭-অন্যের প্রতি শ্রদ্ধা দেখিয়ে কাজটি করবেননা তাহলে কখন লিখবেন, কখন পোস্ট করবেনঃ ১- নিজেই বিবেচনা করে দেখুন প্রথমে যে লিখাটা প্রথম পাতায় দিচ্ছেন তা মানসম্মত কিনা ২- লিখাটি তৈরীর পিছনে আপনি নিজে কতটুকু সময় দিয়েছেন ৩-নিজেই খেয়াল করুন- আপনার লিখাটি কি কোনো গদ্য, পদ্য, রম্য, ছড়া, ভ্রমণ, প্রবন্ধ ইত্যাদি কিংবা কোনো তথ্য বহুল পোস্টের পর্যায়ে পড়ে কিনা , ৪-যেহেতু ব্লগের প্রথম পাতা একটি সার্বজনীন পাতা, প্রতিদিন হাজারো মানুষের চোখ এতে পড়ে তাই খেয়াল করুন-এটার গ্রহণযোগ্যতা আছে কিনা। ৫-শুধু স্বীকৃত লেখকরাই লিখবে তা যেমন ঠিক না, ঠিক তেমন অবাধ লিখার স্বেচ্ছাচারিতার পশ্রয় দেয়া ও ঠিক না। লাভ কাদের হবেঃ১- সবার, অনেক মানসম্মত লিখায় ব্লগের পাতা সমৃদ্ধ হবে, ২-কোয়ানটিটি কম হলেও কোয়ালিটি বাড়বে ৩-পোস্ট বেশী, কমেন্ট কম- এটা দূর হবে ৪-পোস্ট কম,কমেন্ট বেশি হবে,। , আলোচনা, মিথস্ক্রিয়া বেশি হবে ৫-মানের দিকে নজর বাড়বে, আপনি বেশি বেশি ভালো লিখা পড়ার সুযোগ পাবেন ৬-অযথা ব্লগীয় ক্যাচাল অর্ধেকের চেয়েও বেশি কমে যাবে ৭- পোস্টের গ্রহণযোগ্যতা বাড়বে।

এখন, আপনি দেখা শুরু করবেন, আমার কোন পোস্টে কে কতটি কমেন্ট করেছে, কতটি লাইক পেয়েছে, লিখার মান কেমন ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, নিজের সমালোচনা করেই আর উপলব্ধি করেই সিদ্ধান্ত নিলাম যে-আমার অনেকগুলো পোস্ট আদৌ করার কোনো মানেই ছিলোনা। খামোখা ব্লগের প্রথম পাতার জায়গা দখল করে অন্যের পোস্টকে দূরে ঠেলে দিলাম। ব্লগে ভালো পোস্ট আসুক সৃজনশীল লেখার মুল্যায়ন হোক। শুভ ব্লগিং ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।