আমাদের কথা খুঁজে নিন

   

কুত্তার বাচ্চা (রাজাকারীয় কবিতা)

শূন্য সৎ লোকের শাসন চাই আল্লাহ্র আইন চাই সারাবেলা চিৎকার আদ্মি মোরা সাচ্চা তুই বেটা রাজাকার কুত্তার বাচ্চা । লোক দেখানো ধর্ম বুলি ছোটে মুখে হাসিতে হায়না ভাসে তোর চোঁখে । তবু তোর চিৎকার তুই নাকি সাচ্চা তুই বেটা আস্তা কুত্তার বাচ্চা । হাসতে হাসতে মানুষ মারলি বৈধ নাকি ধর্ষণ । ৭১-এ এরকম কত তোদের অর্জন । তবু করিস চিৎকার মওদুদীবাদ সাচ্চা জানে সবাই তোরা সব কুত্তার বাচ্চা । ব্যপার যখন এরকম ঘটলো তখন ঘটনা পাড়ার মোড়ে কুকুর বলে এইটা মানিনা । এই দেখো বাচ্চা আমি ওর মা বাবা ঐ পাশের পাড়ার লাল কুকুরটা । এদের আছে পরিচয় ওদের জানিনা তবে জানি রাজাকার চির বেজন্মা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.