আমাদের কথা খুঁজে নিন

   

৪১ বছর নাকি ছাতার মাথা

বিজয়ের ৪১ বছর নিয়া মাইনশে কি লাফানতাই না লাফাইতেছে । মাইকের শব্দে কান ঝালাপালা , স্ট্যাটাস এর জরে চোখ জলতেছে । ফুল কিনা ভাসাইয়া ফালাইতেছে । আরে ভাই হৃদয় আসল । রিদয়ে বাংলাদেশ ।

আর বাংলাদেশ ত স্বাধীন না । আপনি কইলেও আমি মানুম না । ৫ বছরের বঅ্যাবধানে জেই জায়গায় দেশাত্মবোধক গান পালটাইয়া যায় , মাইকের কণ্ঠস্বর পালটাইয়া যায় , মুক্তিযুদ্ধের ঘোষকের নাম পালটায় , যুদ্ধাপরাধী বিলীন হইয়া যায় -----এত কিছুর পরও আমি কেম্নে এই দেশরে স্বাধীন কমু । কন মুখে । আমি আবার বলতেছি হৃদয়ে বাংলাদেশ ।

তারে আপনি ফুলে পাবেন না , গানেও পাবেন না । বাংলাদেশরে আমি সেইদিন স্বাধীন কমু যেইদিন --- আকাশ নীল থাকবে , মানুষের মন থাকবে সাদা , চোখ থাকবে উজ্জ্বল , স্বপ্ন হবে রঙিন , চলার পথ হবে সচ্ছল , ভাষা হবে বাংলা , দেশ হবে সবুজ । ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।