আমাদের কথা খুঁজে নিন

   

লাভ ইউ সুমন......

কোন এক নিঝুম রাতে ঝাউবনে চাঁদের আলো গান গেয়ে যায় একটি ছেলে একরাশ বেদনা বুকে নিয়ে তার সেই গান তো কেউ শুনে না হতাশার কথা তো কেউ জানে না তবুও তার আশার প্রদীপ তো নিভে না যদি ফিরে পায় সে হারান অতীত কোন এক নিঝুম রাতে জীবনের অপর একপ্রান্তে বসে থাকে একটি মেয়ে ছে 3কোন এক নিঝুম রাতে ঝাউবনে চাঁদের আলো গান গেয়ে যায় একটি ছেলে একরাশ বেদনা বুকে নিয়ে তার সেই গান তো কেউ শুনে না হতাশার কথা তো কেউ জানে না তবুও তার আশার প্রদীপ তো নিভে না যদি ফিরে পায় সে হারান অতীত কোন এক নিঝুম রাতে জীবনের অপর একপ্রান্তে বসে থাকে একটি মেয়ে ছেলেটির গান বুকে নিয়ে ফিরে যেতে চায় সে সেই জগতে চাদের আলোয় সেই ঝাউবনে ছেলেটির সব দুঃখ মুছে দিতে ...............................এত কষ্ট কেন ভালোবাসায় মনে পড়ে কোন উজ্জ্বল দিনে ভাবনার ডানা মেলে দিয়ে ভেবেছিল সাদা মেঘের ভেলায় আনমনে যাবে হারিয়ে হঠাৎ কি হয়ে গেল সেই মেয়েটির শুকিয়ে গেল ভোরের শিশির ছেলেটি পেলোনা কোন উপায় মরণের কাছে সে যে অসহায় কোন এক নিঝুম রাতে দুটি হৃদয় দুই ভুবনে অস্থির মন শুধু কেঁদে উঠে তবুও পারে না এক হতে......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।