আমাদের কথা খুঁজে নিন

   

ভবন ধসের ঘটনার শেষ অধ্যায় রাজনীতিকরনের সুত্রপাত

আমি কি বাংলাদেশী না বাঙালী .................... রানা প্লাজা ধ্বংসের ৭ দিন এখনো উদ্ধার অভিযান চলছে। তবে উদ্ধার অভিযানের ২য় অধ্যায় ভারী যন্ত্রপাতি দিয়ে অভিযান পরিচালিত হলেও সে তুলনায় কোন মৃত দেহ পাওয়া যাচ্ছে না । সালাম মুর্শেদী ঘটনা স্হল পরিদর্শন না করে মিডিয়ায় রাত দিন সান্তনা প্রদান করতে করতে ঐদিন কতজন কাজে যোগ দিয়েছে তার সংখ্যা বলে দিলেন ৩১০০ মোট কর্মীর ৩৫০০ এর মধ্যে। হায় রে সবজান্তা শমষের !!! এদিকে আমাদের বুবুজান মানে প্রধান মন্ত্রী হঠাত বিরোধী দলের হরতালের সাথে ভবন ধংসের মিল খুজে পেলেন !! তাই হরতাল দিয়ে জাতিকে আর কস্ট না দেয়ার আহবান । মজার বিষয় বিরোধী জোট হরতাল প্রত্যাহার করে দিলেন !! তো বিরোধী দল সরকারের করনীয় আরো জটিল করে দিলেন । বিরোধী দল তো জনগনের কস্ট লাঘবে অংশ নিলেন তো সরকার কি বিরোধী জোটকে শান্তিতে থাকতে দেবেন তাদের দাবীসমুহ মেনে নিয়ে । খেলার বল তো এখন সরকারের কোর্টে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।