আমাদের কথা খুঁজে নিন

   

পারলে একটা ধাধা বা লজিক্যাল প্রশ্নের উত্তর দেন। উত্তর দিতে না পারলেও জাস্ট ট্রাই করলেই বহুত ফায়দা পাইবেন।

চিন্তাশীল আলোচনা করতে চাই। সবার সহযোগীতা একান্ত কাম্য। অ্যাজাইরা পেচালের টাইম নাই। মনে করেন একটা বিরাট অপরাধ (বিশ্বজিৎ কে যে ভাবে নিস্ঠুর, ঘৃন্য ও মর্মান্তিক ভাবে হত্যা করা হইসে ) এর দায় আপনার মতো সাধারন মানুষের ও সাধারন ব্লগার এর উপর চাপায় দেওয়া হইসে। আপনি পড়সেন রাজনৈতিক ফাপের তাই শিওর মৃত্যুদন্ড, বেইল পাওয়ার কোন চান্স নাই (আমাদের দেশে সবসময় যা হয় )।

কিন্তু সৌভাগ্য আপনার আমি নিজেই হইলাম আপনার বিচারক। যেহেতু আপনি একজন সাধারন ব্লগার ও আমার ব্লগ পার্টনার তাই আপনার বিরুদ্ধে আনা অভিযোগ আমার বিশ্বাস হইলো না। আমি টিভিতে দেখসি হত্যা কান্ডে আপনি ছিলেন না। যারা নিস্ঠুর, ঘৃন্য ও মর্মান্তিক ভাবে হত্যা করসে তারা তো সোনার বাংলার কিছু সোনার ছেলে আপনিতো একজন সাধারন মানুষ ও সাধারন ব্লগার মাত্র। অনেক কস্টে আপনার জন্য চেস্টা করলাম কারন আমাদের দেশে সিস্টেম করলে মৃত্যুদন্ডের আসামীকে খালাস মিলানো যায়।

তাই যতই চাকরী নস্ট হবার ভয় ও বান্দরবন এ ট্রান্সফার হবার ফাপর থাক আমি আপনাকে সেফ হবার একটা চান্স দিতে চাই। চান্সটা এইরকম যে, আমি আপনাকে একটা ঘরে আটকে রাখবো। ঐ ঘরে দুইটা দরজা। একটা দিয়ে সোজা ফাসির কাস্ঠে এবং আরেকটা দিয়ে সোজা বাহিরে অর্থ্যাৎ সেফ। আপনি যেকোন দরজা দিয়ে মাত্র একবার যেতে পারেন।

আপনাকে আমি বলবো না কোন দরজা দিয়ে কোথায় যাওয়া যায়। সেটা আপনি বুদ্ধি খরচ করে বের করডেন। ঐ দুই দরজায় প্রত্যেকটাতে এক জন করে মোট দুইজন প্রহরী আছে। তাদের একজন সবসময় সত্য কথা বলে। আরেকজন সবসময় মিথ্যা বলে।

কোন দরজায় সত্যবাদী দরোয়ান আর কোন দরজায় মিথ্যাবাদী দারোয়েন তা আপনাকে বলা হবে না। আপনি যে কোন একটা দারোয়ান কে শুধুমাত্র একটা যেকোন প্রশ্ন করতে পারবেন। তারা তাদের স্বভাবমত আপনাকে উত্তর দিতে বাধ্য। যে কোন একটা দারোয়ান কে শুধুমাত্র একটা প্রশ্নকরে তার উত্তর নিয়ে 100 ভাগ নিশ্চিত হয়ে সেফ দরজাটার ব্যাপারে নিশ্চিত হয়ে বের হয়ে মুক্ত হবেন। মনে রাখবেন ভুল করলেই সোজা ফাসির দরজা।

ঐ প্রশ্নটা কি ??? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।