আমাদের কথা খুঁজে নিন

   

নূহ(আঃ)-এর মহাপ্লাবন এবং নিমজ্জিত ফেরাউন (ইবুক)

চেষ্টা করছি ভাল কিছু তৈরী করতে............................ নুহ সম্প্রদায় এক ভংঙ্কর বন্যায় নিমজ্জিত হল অবিশ্রান্ত বালুঝড়ে প্রোথিত হয়েছিল আদ জাতি,পায়ুকামী লূত সম্প্রদায় আগ্ণেয় গিরির লাভা ও ভূমিকম্পে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যায়,ফেরাউনের সেনাবাহিনী সমুদ্রে হারিয়ে গেল। আরও বহু জাতি নাস্তিকতার কারনে পৃথিবী থাকে নিশ্চিহ হয়ে গেছে। কোরানে বর্নিত এই সকল জাতি কিভাবে নিমূল হয়ে গেল-তাই পর্যবেক্ষন করেছে বইখানা। বইটি এ সকল সম্প্রদায়গুলোর দলিলাদির সাক্ষ্য-প্রমান,প্রত্নতাও্বিক তথ্যাবলী এবং ঐতিহাসিক নথিপত্র উপস্থাপন করেছে। মজার ব্যপার হল এগুলো কিন্তু কোন মুসল্মান আবিষ্কার করেনি।

কুরান দেখে আবিষ্কার করেছে অমুসলিমরা। কুরান থাকে জ্ঞান আহরনের ক্ষেত্রে মুসলিম আলেমরা অনেক অগ্রসর হয়েছে সামাজিক,রাজনইতিক,অর্থনৈতিক ক্ষেত্রে। কুরানের মূলনীতি অনুসরন করে তারা লক্ষ লক্ষ পৃষ্ঠা গবেষনা রেখে গেছেন। তাই আজকে আমরা ইসলামের যে বিশাল ক্ষেত্র দেখতে পাই জীবনের প্রতিটি ক্ষেত্রে,তা অন্য কোন ধর্মে দেখতে পাওয়া যায় না এমন কি এর কাছাকাছিও কোন কিছু নেই। আসুন জানি হাজার হাজার বছর আগের মানুষের সেই জীবনধারা।

বইটির সকল ছবি রঙ্গিন হওয়াতে এর সাইজ একটু বেশি হয়ে গেছে,আশা করি পাঠক একটু কষ্ট করে ডাউনলোড করবেন। ডাউনলোড লিঙ্ক- মহাপ্লাবন মিডিয়াফায়ার লিঙ্ক ফাইল সাইজ-১৪ মেগাবাইট ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।