আমাদের কথা খুঁজে নিন

   

ঈগল-শিয়ালের বিবাদ!

শিয়াল চতুর প্রাণী। এটি সবারই জানা। তবে এবার ঈগলের সঙ্গে চালাকি করে আর পেরে ওঠেনি। ঈগলের খাবারে ভাগ বসাতে এসে ধরা পড়ে গেল সে। চালাকি করে খাবার চুরি করে পালানোর সময় ঈগল তাকে পাকড়াও করে।

দুটি প্রাণীর খাবার নিয়ে বিবাদের দৃশ্য দেখে মনে হবে, ঈগল যেন শিয়ালকে বলছে-এটি আমার খাবার। কিছুতেই এখানে ভাগ বসাতে দেব না। সম্প্রতি বুলগেরিয়ায় এ ঘটনা ঘটেছে। আর এমন দুর্লভ ছবিগুলো তুলেছেন বুলগেরিয়ার চিত্রগ্রাহক ইভেস আদম। তিনি জানান, বুলগেরিয়ায় প্রবল শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। এমন সময় জনমানবহীন কোনো জায়গায় একটি ঈগল ও একটি শকুন কিছু মাংস খাচ্ছিল। হঠাত্ লাল রঙের এক শিয়াল এসে তাতে ভাগ বসাতে চায়। শিয়ালের উপস্থিতি সেখানে মেনে নিতে পারেনি ঈগল। শিয়াল যখন মাংস নিয়ে পালিয়ে যাচ্ছে, ঈগল উড়ে গিয়ে শিয়ালকে আক্রমণ করে বসে।

এ সময় শিয়ালও ঈগলের গায়ে কামড় বসিয়ে দেয়। ডেইলি মেইল।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।