আমাদের কথা খুঁজে নিন

   

কাজ করে জনগণকে সম্মানিত করতে চাই

ডিজিটাল ব্যানার, ডিজিটাল ছবি, ডিজিটাল মঞ্চ করার পরিবর্তে সবার জনগণের জন্য কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সংবর্ধনা পেয়ে সম্মানিত হওয়ার চেয়ে আমি জনগণের জন্য কাজ করে জনগণকে সম্মানিত করতে চাই। জননেত্রী শেখ হাসিনা মন্ত্রী করে আমাকে সম্মানিত করেছেন। ’ আজ বৃহস্পতিবার বিকেলে সিংগাইর উপজেলার জয়মন্টপ উচ্চবিদ্যালয় মাঠে মাসব্যাপী পৌষ-পার্বণ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। খবর বাসসের।

যোগাযোগমন্ত্রী বলেন, পৌষ-পার্বণ হলো বাঙালি সংস্কৃতির ঐতিহ্য। কিন্তু দিন দিন এটি হারিয়ে যাচ্ছে। হারানো ঐতিহ্যকে লালন করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। এ ধরনের অনুষ্ঠান মন্ত্রীদের চেয়ে বরেণ্য কবি-সাহিত্যিক ও শিল্পীদের দিয়ে উদ্বোধন করালে তা অধিক গ্রহণযোগ্য হবে। অনুষ্ঠানে ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সিংগাইর-মানিকগঞ্জ রাস্তা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

এ ছাড়াও শহীদ রফিক সেতুর টোল আদায় বন্ধের জনগণের দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জনগণের হয়রানি পছন্দ করি না। ’ তারা যাতে অসুবিধা ভোগ না করে সে ব্যাপারে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান যোগাযোগমন্ত্রী। স্কুল পরিচালনা পরিষদ ও পৌষ-পার্বণ মেলার সভাপতি সাংসদ মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা, সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান খান, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সায়লা পারভীন প্রমুখ। এ ছাড়াও মন্ত্রী সন্ধ্যায় মানিকগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে পক্ষকালব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্বোধন করেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।