আমাদের কথা খুঁজে নিন

   

ধুমপান নাকি বিষ-পানঃ ছবির এটা কি পান ??

বিএসসি প্রকৌশলী ও এক সময়ের তুখড় টিভি সাংবাদিক ধুমপায়ীদের কাছে, এই ধুম টানার চেয়ে প্রিয় আর কিছু নাই। তারা যে কি পরিমান ক্ষতি করছেন, ধুমপান করার সময় তা অনুধাবনও করতে পারছেন না ! তাদের বুঝানো সাধ্য কাআর আছে ? ধূমপানের ক্ষতিকর প্রভাবঃ • তামাকের ধোয়া থেকে ক্যান্সার সৃষ্টি হয়। • আপনার হার্ট বিট ও রক্তচাপ বৃদ্ধি পায়। • ধুম্পানে হার্ট এটাক ও স্ট্রোক হতে পারে। • ধূমপান থেকে ফুসফুসের ক্যান্সার হয়। • ধূমপায়ী পুরুষদের অ-ধূমপায়ীদের চেয়ে দশ গুণ ফুসফুসের ক্যান্সার হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। • হৃদরোগ এবং স্ট্রোক অধূমপায়ীদের চেয়ে ধূমপায়ীদের মধ্যে আরো বেশি দেখা যায়। • ধূমপান হার্ট অ্যাটাক ঘটায়, রক্তপ্রবাহ সংকীর্ণ করে এবং হার্ট ব্লকে সহায়তা করে। • ধূমপানের ফলে প্রতি পাঁচজনের মধ্যে একজন লোক হৃদরোগ হয়ে মারা যায়। • মৃত শিশুদের চারজনের মাঝে তিন জনই ধূমপানের জনিত কারনে মৃত্যু বরন করে ......

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।