আমাদের কথা খুঁজে নিন

   

পড়া লেখা করে কি হচ্ছি আমরা ?.।.।.।।।

কেও ইভটিজিং করলে তোমাদের সহ্য করতে হবে।এই যদি হয় আমাদের­ মত ­ ছাত্রদের কথা! তাহলে পড়ালেখার মুল্যটা কি? নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ­ ­ আবাসিক ছাত্রদের মধ্যে দুই গ্রুপ একগ্রুপ ইভটিজিং এর পক্ষে আরেক পক্ষ ইভটিজিং এর বিরুদ্ধে। কিছুদিন আগে ইভটিজিং এর বিরুদ্ধেআবাসিক ছাত্রীরা শিক্ষিকদের সাথে তাদের দাবীসহ দেখা করতে গেলে ইভটিজিং গ্রুপের ছাত্ররা তাদের ৩ঘণ্টা যাবত আটক করে রাখে শিক্ষকদের সহ। আজ এখন পর্যন্ত ছাত্রীরা আন্দোলন করছে। খবর নিয়ে জানা যায় কিছু ইভটিজিং গ্রুপের ছাত্ররা মেয়েদেরকে টিজিং করে । ছাত্রীরা এটারপ্রতিকার চেয়ে বিকাল থেকে এখন পর্যন্ত ক্যাম্পাসেঅবস্থান করছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।