আমাদের কথা খুঁজে নিন

   

'১২/১২/১২' নিয়ে বাড়াবাড়ি!

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com '১২/১২/১২' -তে রকমারি মজা খুঁজছেন? দেশের যে বারোটা বাজছে সে খেয়াল আছে? অবশ্য দিনে ১২ বার খেয়াল করেও কোন লাভ নেই ভায়া! রাত ১২টার পর আমরা যতোই না দেশপ্রেম দেখায় টক শোতে বা ফেসবুকে! এই দেশটাকে আরও ১২ বার স্বাধীন করা হলেও, ১২ বছর পরেও বারোটাই বাজতে থাকবে! বারো ভূঁইয়ার দেশ চালাচ্ছে তো রাজনীতির বারবণিতারা! কি করা যায় বলুন তো? আমরা ১২ জন মানুষ এক সঙ্গে বসলে তো আবার ১২ রকমের কিসসা বের হবে! ১২ দফা আলোচনা করেও কোন সিদ্ধান্ত বার করতে পারবো না! তার চেয়ে বরং ১২-তেই মজা খুঁজি! - এক একে এক, ছয় দুগুণে? - ১২! কি মজা! কি মজা!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।