আমাদের কথা খুঁজে নিন

   

এক্কান কোতুক কই........... হুনেন--------

যাহা দিলে বাড়ে কিন্তু কমেনা, তা হল জ্ঞান। যেতারা আইজ্জা বিয়া কইরবার লাই হাগল অই গেছেন!! বা বিয়া না কইত্তে হারি আফচোছ কইত্তে ছেন!! হেতাগোর লাই এক্কান মঝার কোতুক মনে অইছে। কোতুক হইলে (পড়লে) আফচোছ কইরবেন, আবার না হইলে ও আফচোছ কইরবেন। এক বেড়া হারা জীবন বোয়ের জ্বালায় জন্তনায় কষ্ট করি মরনের বিচানে হুতিগেছে। মরনের সময় হেতের হোলারে বোলাই ওচিয়ত কইরতেছে.......... আব্বা তুঁই জীবনে ও কোন দিন বিয়া করিও না। হোলাই কয়......... আব্বা আন্নে কোন চিন্না করিয়েন্না!! আঁই আন্নের কতা অক্করে অক্করে হালন করুম... ) ) আঁই ও মইরবার সময় আঁর হোলারে কই যামু আব্বা তুঁই জীবনে কোন দিন বিয়া করিও না। । ঘটনা কি বুইঝতেন হাইচ্ছেন্নি??????????

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৭৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.