আমাদের কথা খুঁজে নিন

   

মুফতি ফজলুল হক আমিনী ইন্তেকাল করেছেন । ইন্নালিল্লাহ....রাজেউন ।

বাংলাদেশের উলামা আকাশের এক উজ্জ্বল নক্ষত্র মুফতি ফজলুল হক আমিনী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর ইবনে সিনা হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মুফতি আমিনী ছিলেন আলেম সমাজের এক সাহসী ও নীতিবান মানুষ । তিনি ছিলেন অদম্য সাহসী এক পূরুষ ।

অন্যায়ের বিরুদ্ধে কখনই বলিষ্ট ভূমিকা রাখতেন। কথা বলতেন বুক ফুলিয়ে। বর্ণাঢ্য একটি রাজনৈতিক ক্যারিয়ারের মালিক ছিলেন তিনি। হাফিজ্জি হুজুরের খেলাফত আন্দোলের তওবার রাজনীতি'র মাধ্যমে ব্যাপকভাবে আলোচনায় আসেন মুফতি আমিনী। সদ্য প্রয়াত শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রা,-এর সাথে ছিলেন ইসলামী ঐক্যজোরে নেতৃত্বে।

ছিলেন ইসলাম বিরোধী অপশক্তির এক আতংকের নাম। দীর্ঘদিন থেকে মানুষটিকে অঘোষিতভাবে গৃহবন্দী করে রাখা হয়েছিলো। রাখা হয়েছিলো চরম মানসিক কষ্টে। কোনো কারণ ছাড়াই, আদালতের কোনো নির্দেশনা ছাড়াই। মঙ্গলবার রাত ৯ টার দিকে হঠাৎ করে বুকে গুরুতর ব্যথা অনুভব করেন মুফতি ফজলুল হক আমিনী।

দ্রুত তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১২ টার দিকে তিনি মারা যান। ফজলুল হক আমিনী স্ত্রী, দুই ছেলে এবং চার মেয়ে রেখে গেছেন। রাজধানীর লালবাগ জামেয়া কোরআনিয়া এবং বড় কাটারা আশরাফুল উলুম মাদরাসাসহ বেশ কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও তত্ত্বাবধায়ক ছিলেন তিনি। আগামী কাল বাদ জোহর জাতীয় ইদগাহ ময়দানে তার নামাজে যানাযা অনুষ্ঠিত হবে।

আমরা তাঁর আত্মার উচ্ছাসন কামনা করছি।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.