আমাদের কথা খুঁজে নিন

   

এক অসহায়ের রক্তে রাঙানো সার্ট আর আগুনে পুরে যাওয়া গাড়ী । 

কেন আমার ভাইদের মানসিক অবস্থার এতো অবোক্ষয় হলো । কেন ভাইদের বিবেক বলতে কিছু নাই ? কেন এই ভাইদের আত্বাটা কাঁপেনা আরেকটা ভাইয়ের উপর চাপাতি দিয়ে কোপাতে । কেন ভাইদের এতো শখ হলো গাড়ী পেলেই কাঁচগুলি ভেঙে দিতে, আগুন জ্বালিয়ে দিতে । তাদের ভিতরে কিসের আগুন? যার বহিঃপ্রকাশ দেখতে হয় রাস্তায় অথবা টেলিভিশনের পর্দায় । এই সরকার নাহয় বিদায় হয়ে গেল, পরবর্তিতে এই ভাইদের যদি দেশ পরিচালনা করতে হয় তখন কি অবস্থা হবে আমাদের এই দেশটার ? গাড়ী ভাঙা আর গাড়ীতে আগুন দেয়া ভাইদের যদি দেশ পরিচালনা করতে হয় সেই আগুনের উত্তাপ  গিয়ে কি দেশের উপরে পরবে না ?  কার গাড়ী দেখলো না ।

 মন মানসিকতার এতো অবক্ষয় হলো ? কেন ভাইয়েরা গাড়ী দেখলে দৌড়াইয়া ভাংতে যায়? কেনই বা আগুন লাগাইতে যায় ? কি হলো ভাইদের সবার ? ওনাদের মধ্যে গাড়ী ভাঙার প্রবনতা এবং গাড়ীতে আগুন লাগানোর প্রবনতা কোথা থেকে আসলো ? সমাজের কোন অংশের কোন প্রান্তের প্রতিফলন? নিশ্চই সবার পরিবার হইতে আমরা কিছু না কিছু শিখেছি তার কোন প্রতিফলন রাস্তায় দেখতে পাইনা । কোন দেশে বাস করতেছি আমরা ? খুবই চিন্তার বিষয় । আমাদের দেশের জনসংখ্যার ৮০% আমাদের এই যুবক ভায়েরা (৪০ বৎসরের নীচে) । ২০% যারা আছেন তেনারা চাকুরী হইতে, ব্যাবসা বানিজ্য হইতে এবং রাজনীতি হইতে অবসর লইবার দ্বারপ্রান্তে । পরের প্রজন্মের হাতে এই দেশ পরিচালনার দ্বায়ীত্ব ন্যাস্ত হবে এমনি সময়ে তাহারা এমন হইয়া উঠিল যেন আগামীতে ১২/১১ লেভেল যুক্ত অদৃশ্য প্রজন্ম প্রসাশন, ব্যাবসা এবং দেশ পরিচালনার জন্য একান্তই প্রয়োজন হইয়া পরে ।

প্রথম প্রথম সবাই তাদের স্বাগত জানাবে, যখন তারা ঘাড়ে চেপে চড়ে বসবে তখন সবাই শুধুই অপেক্ষায় থাকবে কখন তারা যাবে ? মনে মনে বলবে(কন্ঠস্বর উচ্চ করে বলার সুযোগযে হাতছাড়া হয়ে যাবে) আমাদের দেশ আমাদের ফেরত দেয়া হোক ।   ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।