আমাদের কথা খুঁজে নিন

   

তোরা দুজন যেদিন জানোয়ারের মতো মরবি.. খোদার কসম আমি আনন্দ মিছিল করবো

আমি যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে নতুন করে কিছু বলতে চাই না... শুধু মুখ ব্যদান করে ঝুলতে থাকা কয়েকটা মানুষরুপি জানোয়ারের লাশ দেখতে চাই... কোন প্রকার প্রহসনের দীর্ঘসূত্রী বিচার / তদন্ত কমিটি চাই না, আমি শুধু বিশ্বজিৎ হত্যার বিচার চাই। আমি আর এক মুহূর্তের জন্যেও মুক্তিযুদ্ধের কেনা-বেচা দেখতে চাই না, আমি মুক্ত বাতাসে বেঁচে থাকার অধিকার চাই। আমার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দরকার নাই, শুধু আমার দেশের নেতা-নেত্রীদের ভাষায় শালীনতা চাই। আমি কোন হিন্দু-মুসলিম বুঝি না, কেবল শান্তি বুঝি। আমি শুধু শিক্ষার অধিকার চাই, ন্যায্য দামে পণ্য চাই । আমার কোন পদ্মা সেতু লাগবে না কেবল আমার বাড়ির সামনের একচিলতে রাস্তাটুকুর মেরামত চাই । বাসে শুধু একটা সিট পেলেই আমার চলবে, বাদুরঝোলা হয়ে চলতে চলতে আমি ক্লান্ত । রাস্তায় চলার পথে নিজের নিরাপত্তাটুকু চাইছি, কোন নির্মাণাধীণ সেতু কিংবা ভবণ আমার মাথায় ভেঙ্গে পড়বে না, আমার মনে হয় না একজন নাগরিক হিসেবে খুব বেশি কিছু চেয়ে ফেলেছি। শুধু মানুষের মতো একটু বাঁচতে পারলেই আমার চলবে... আর শেষমেশ একটি স্বাভাবিক মৃত্যু... আর তো কিছু চাই না....... এগুলি পাবার অধিকারও কি আমার নেই? আজকের পর আমি আর কোন বিশ্বজিৎ না, ওই দুই শকুনির লাশ দেখতে চাই... তোরা দু'জন যেদিন জানোয়ারের মতো মরবি... খোদার কসম আমি আনন্দ মিছিল করবো...  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।