আমাদের কথা খুঁজে নিন

   

কবি শৈবাল আদিত্যের কবিতা - শৈতীর জন্য-১

রোদ ভেঙ্গেছে আজ। ঘরের টিনের চালে বৃষ্টিপতনের শব্দের মতন প্রিয় যে আমার তুমি আমার নৈঃশব্দ্যে বেজে ওঠা জগজিৎ যমযম --- যখন আমাতে মরুভূমি । তুমি তো নতুন সফেদ পোষাক কোনো চাষীর ঘামের স্বীকৃতি জৈষ্ঠ্যের গোলা পুরাতন বইয়ের গন্ধের চে' প্রিয় বহুদূর হেঁটে এসে ঠান্ডা কোকা-কোলা । তোমাকেই ভালোবাসা যায়, না ছুঁয়েও ক্যানভাসে আঁকা যায় জলরঙহীন তুমি তো লু-হাওয়ার মুখে জল-স্পর্শ সে নদীপাড়---জলে যে হয়েছে বিলীন । শৈতী, তুমি ঠাকুরজীর ঘন-বরষা সকল ভেঙে পড়ায় বিমূর্ত ভরসা । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।