আমাদের কথা খুঁজে নিন

   

খুব ভাল লাগছে দেখে যে এই মহান সংসদের স্পীকার একজন নারী, দলনেতা একজন নারী, বিরোধী দলনেতা একজন নারী, উপনেতা নারী।

জাতীয় সংসদের বাজেট অধিবেশন দেখছি...। খুব ভাল লাগছে দেখে যে এই মহান সংসদের স্পীকার একজন নারী, দলনেতা একজন নারী, বিরোধী দলনেতা একজন নারী, উপনেতা নারী। সমগ্র জাতিকে প্রতিনিধি করছে কিছু সফল নারী সমাজ। একজন পুরুষ সমাজের অংশীদার হয়েও আমি খুব আনন্দিত বোধ করছি নারী প্রতিনিধিত্তের জন্য। যে সমাজে নারী অবেহেলিত, যে সমাজে নারীর প্রতি অসদাচারন হয় প্রতিনিয়ত, যে সমাজে নারীকে ধর্ষিত হতে হয় , নানান রকম অসস্থিকর পরিস্থিতির শিকার হতে হয়।

এখনও যে সমাজে যৌতুক ব্যাধি সংক্রিমিত । যে সমাজে কন্যার সু - পাত্রস্থ করার জন্য পরিবারের দুশ্চিন্তা করতে হয় প্রতিনিয়ত। অথচ এই সুজলা, সুফলা সোনার বাংলাকে সোনালি দিনের সঠিক পথের দিক নির্দেশনার ভারটুকু আমরা মহান সংসদের স্পীকার,দলনেতা , বিরোধী দলনেতা , উপনেতা সহ সবার কাছে অর্পণ করছি। আপনারা আপনাদের ধীশক্তি দিয়ে দেশ কে আর সামনে এগিয়ে নিয়ে যান। নারী সমাজের অগ্রদূত হিসেবে যুক্ত হন যেন দেশের আপামর নারী সমাজের প্রতিনিধিত্ব বৃদ্ধি পায়।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।