আমাদের কথা খুঁজে নিন

   

আমি কবি হতে চাইনি, মানুষ হতে চেয়েছি......

!! এ শিকল ছিড়ব আমি কেমন করে!! আমার ধার করা কাব্যিক শব্দ সমাহার দেখে তোমরা বললে জয়তু কবিতা, জয়তু কবি বন্ধু আমি কবি হতে চাইনি, আমি মানুষ হতে চেয়েছি। এখানে স্বাপ্নিকের কষ্টের দামে সুখ সাজিয়েছে যে রাজনীতির দোকানদার তাঁদের অনমিত অবারিত সুখের ছায়ায় দুঃখ চাপা পড়ে রয় অসহায় নির্যাতিত মানুষের দিকে চেয়ে দেখি হিংস্রতায় পুড়া অঙ্গার দেহাবশেষ পরে থাকে, পাংশু উড়ে যায় সেই ধূপছায়ার মাটিতে দাঁড়িয়ে আকাশের মেঘগুলোকে লিখলাম সোনার মাটিতে আমাকে ধন্য ধন্য প্রবচনে আলোকিত করলে আমি তা হতে চাইনি, আমি কবি হতে চাইনি কিন্তু তোমরা আমাকে কবি উপাধি দিলে। যখন তোমাদের মারণাস্ত্রের আঘাতে চেনার অতীত দেহগুলো কাঁক শকুনেরা টানাটানি করে, নিরীহ মানুষের দেহ ক্ষতবিক্ষত রক্তের মিছিল নিয়ে সভ্যতা দামাদামি করে, অধিকার আদায়ের অট্টহাসি মৃতদেহগুলো নিয়ে উল্লাস করে তখন অধিকার আন্দোলন আমার মনে প্রশ্নবিদ্ধ হয়, আর তোমরা বল, এতো শান্তি শান্তি শান্তি তোমরা বল গণতন্ত্র, তোমরা বল ধর্মতন্ত্র, সমঅধিকার সম-বণ্টনের কথা বল, সমাজতন্ত্রের কথা বল। বিধাতার দোহাই দিয়ে অধিকার আদায়ের যুদ্ধে মানুষ মরে লাখো লাখো মানুষ, চিৎকার শুনি, বাঁচার আর্তনাদ শুনি কিন্তু তোমাদের অধিকার আদায়ের ধর্ম উন্মথন উল্লাস করে আর তোমরা বল ধর্মতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র এটা রাজনীতি, এছাড়া কি সভ্যতা চলে? আমি ধর্মতন্ত্র বুঝি না, সমাজতন্ত্র বুঝি না, আমি গণতন্ত্র বুঝি না যখন ক্ষুধার্ত কঙ্কাল-মানুষগুলো তোমাদের দিকে চেয়ে রয়, বাঁচার জন্য দিক বিদিক ছোটাছুটি করে, হাত পেতে প্রাণ ভিক্ষা চায়, তোমাদের চোখ জ্বলে উঠে উত্তপ্ত মরুর বুকে একরাশ শীতল হাওয়া বয়ে যায়না তোমরা উপহাস করে বল, “” আরও কত কি বল মানুষ নিয়ে তোমাদের হত্যা হত্যা খেলা চলে বেয়োনেটের আঘাতে মানুষ মরে পারমানবিক রোষানলে শিশু বিকলাঙ্গ জন্মায় তোমারা বল, ‘দুনিয়ার মজদুর এক হও’ এভাবে উৎসাহে উল্লাসে সমাবেশ আন্দোলন কর সমঅধিকারের কথা বলে বলে অধিকার আদায়ের যন্ত্রের আঘাতে মানুষ মার। বন্ধু আমি কবি হতে চাইনি, আমি মানুষ হতে চেয়েছি বন্ধু আমি হেরে গেছি যুক্তিতর্কে আমি ভীষণ কাঁচা বিশ্লেষণ ব্যাখ্যায় আমি ভীষণ দুর্বল তোমাদের জ্ঞানের গভীরে আমি নিতান্তই অধম। আমি গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মতন্ত্র বুঝি না গণতন্ত্রের কথা বল, অধিকার আদায়ের কথা বল আর অধিকার বঞ্চিতদের গুলি করে মারো, বেয়োনেটের আঘাতে রক্ত ঝরে সেই রক্ত শুকিয়ে যেতে না যেতে আবার হিংস্রতায় রক্ত ঝরে। আমি রাজনীতি বুঝি না মানুষে মানুষ মারে তাই চেয়ে চেয়ে দেখি তোমাদের গণতন্ত্র দেখি, সমাজতন্ত্র দেখি, ধর্মতন্ত্র দেখি অধিকার আদায়ের আন্দোলন দেখি অতঃপর লাশ দেখি, লাশের মিছিল দেখি অগণিত লাশ দেখি সেই লাশের দিকে চেয়ে চেয়ে ধার করা মানুষের দুঃখ লিখি আর তাই দেখে তোমারা আমাকে কবি উপাধি দিলে? বন্ধু আমি হেরে গেছে, বন্ধু আমি কবি হতে চাইনি আমি যে মানুষ হতে চেয়েছি, আমি কবে মানুষ হব?  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।