আমাদের কথা খুঁজে নিন

   

আমি ভোট দিমু না আর কোনদিন

বাংলাদেশ জংলী কুত্তা দিয়া ভইরা গেছে। ওরা নিজেরা তো কামড়াকামড়ি করেই আশেপাশের মানুষ গুলিরেও ছাড়ে না। যারে পায় তারেই কামড়াইয়া ছিঁড়া ফালায়। খুব খারাপ লাগে এইতা ভাইবা যে এই কুত্তাগুলিরে আমরাই জঙ্গল থিকা উঠায় আনছি। তাদের আমরাই বিশ্বাস করছি, আমরাই তাদের ক্ষমতা দিসি।

প্রতিবার আমরা এই আসা কইরা তাদের ক্ষমতায় নিয়া আশি যে এইবার কিছুটা সভ্য হইসে মনে হয়। কিন্তু না, প্রতিবারই একি ঘটনা ঘটে। গত ৪২ বছর ধইরা এইটাই চলতেছে। দিনে দিনে ওরা আর হিংস্র হইতাসে। আমরা সাধারণ মানুষ ২-১ টা কথা বলা ছাড়া কিছুই করতে পারি না।

রাস্তায় নাইমা গলা ফুলায় প্রতিবাদ করতে পারি না। কারণ আমদেরও জীবনের ভয় আছে। কখন কিভাবে আমাদের উপড়ে অত্যাচার নাইমা আসে এই ভয়ে চুপ চাপ সহ্য করি। আবার ভোটের সময় ঠিকই গিয়া নিজেগো পছন্দের মতো মার্কায় ঠিকই ভোট দেই। অনেকে আছে ভোট দেওয়াটা একটা উৎসব মনে করে।

ভোটের দিন সকাল সকাল গিয়া হাজির হয় পরে আবার লাইনে দাঁড়াইতে হইব এই ভয়ে। নতুন ভোট যারা দেয় তারাও মজা কইরা ভোট দেয়। কিছুদিন পরে ওই মানুষগুলি আবার তার নির্বাচিত সরকারকে গালাগালি করে। কি দরকার এই কুত্তাগুলিকে ভোট দিয়া ক্ষমতা দেওয়ার। আর চলতে দেয়া যায় না।

আর তাদের ক্ষমতা দেওয়া যায় না। আমি ভোট দেওয়ার সুযোগ পাইলে না ভোট দিমু অথবা ভোট দিতে যামু না। না দিতে যাওয়াটাই ভালো। কারণ আমার না ভোটরেও কেউ আবার চালাকি কইরা তার পছন্দের মানুষের ভোট বইলা গুনতে পারে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।