আমাদের কথা খুঁজে নিন

   

।। ত্রিতাল ।।

বাঙলা কবিতা .... .... .... .... নতুন শতাব্দীমাত্র প্রণয়ের বিবর্ণতাকাল তোমারই মরিচা মেখে আমার শরীর তবু কী গভীর লাল! * * সময় গলিত, মৃত বিগত শতাব্দীগুলো কালের কঙ্কাল পুরনো যা অবশিষ্ট নেই কিছু আর এই ভোর মানে পৃথিবীর প্রথম সকাল * * * ফিরে এসো উড়ে এসো চোখের পলকে পৃথিবীর আয়ু কিন্তু শিশির মেয়াদী ফোটা ও ঝরার মধ্যে ব্যবধান আলোর ঝলকে এরকম ক্ষীণায়ু পুষ্পেরা অযথা কোরো না দেরী, অকারণ জেরা নিহত যে, সেই আজ প্রকৃত বিবাদী .... .... .... ....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।