আমাদের কথা খুঁজে নিন

   

রক্ত চাই আর রক্ত

এই রক্তাক্ত রাজপথ, লাশ আর লাশের মিছিল সদ্য বুক খালি হওয়া প্রতিটি মায়ের বুক বিদারী ক্রন্দন দেখে দেখে আমি অভ্যস্ত প্রতিটি গলিতে রক্তের ছোপ ছোপ দাগে জমাট বাঁধা কনক্রিট যে রক্তে শাণিত হয়েছে প্রতিটি বালুকণা যে রক্তে হয় হত্যাযজ্ঞের মহাউৎসব আর কিছু নির্বাক চোখের চাহনি সে রক্ত আমি দেখেছি কতবার সেই রক্তে এসেছিলো এক একটা ৫২, ৭১ সেই রক্তে সমাধি হয়েছে একটা বিশ্বজিতের কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নিরীহ আবু বকরের। আমি এখন আর সেই সব মানুষের রক্ত চাই না কুকুরের রক্ত চাই ওই সব মানুষরূপী হিংস্র দানবের ওই সব জন্মদাত্রী মা কিংবা পিতার হাহাকারে আমি এই অশান্ত মনকে একটু বুঝ দিতে চাই আমাকে রক্ত দাও মানুষের নয় ওই সব পশুর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.