আমাদের কথা খুঁজে নিন

   

ড. শিরীন শারমীন দেশের প্রথম নারী স্পিকার হচ্ছে।

জাতীয় সংসদের নতুন স্পিকার হতে যাচ্ছেন নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমীন চৌধুরী। আজ মঙ্গলবার নতুন স্পিকারের মনোনয়ন ও শপথ অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো স্পিকার হিসেবে কোনো নারী দায়িত্ব নিতে যাচ্ছেন। এর ফলে দেশের প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা এই তিনটি গুরুত্বপূর্ণ পদ নারীদের হাতে গেল। এ নজির বাংলাদেশেই প্রথম। ড. শিরীনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে গতকাল সোমবার রাতে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক বসে। সভায় স্পিকার হিসেবে ড. শিরীনকে চূড়ান্তভাবে দলের মনোনয়ন দেয়া হয়। দলের একাধিক সংসদ সদস্য এ তথ্য নিশ্চিত করেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।