আমাদের কথা খুঁজে নিন

   

সাত কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি

সাত কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি " সাত কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি" দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করার নাম নাই, অলটাইম দেশের সর্বনাশ করার তালে থাকে। আওয়ামী লীগ, বিএনপি, জাতিওপার্টি, জামাত কোন কিছু আমি বুঝি না। এই সব কুত্তার বাচ্চা গুলারে সবার সামনে বুলডোজার দিয়া রাস্তায় পিষে মারা দরকার। এই দেশটা হয়ে গেছে কারুর বাপের বাড়ি, কারুর জামাই বাড়ি। যার যা ইচ্ছা তাই করতাছে।

আর আমরা ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো লাফাইতাছি। স্বাধীনতার ৪১ বছর পরেও এখনও আমাদের এই বিকলাঙ্গ দেশে ঠিক মতো নিঃশ্বাস নিতে গেলেও ঐ রাজনৈতিক দুর্নীতি বাজ, খুনি শোওঁরের বাচ্চা নেতাদের কাছ থেকে অনুমতি নিতে হয়। প্রতিদিন সকালে অফিস এ যাওয়ার জন্য বের হই, কিন্তু নিশ্চিত হতে পারি না, ঠিক মতো বাড়ি ফিরতে পারব কিনা। সত্যি কথা, আমি নিজে কিছু করতে খুব ভয় পাই, আমার ছোট একটা ভাই আছে, আছেন বয়স্ক মা, বাবা। তাদের কথা চিন্তা করে কিছু করার সাহস পাই না।

সবাই মনে হয় ঠিক আমার মতই। কিন্তু আমি আজ সিধান্ত নিলাম, আজকের পর থেকে আমি কোন অন্যায় এর সমর্থন করবো না। সেটা ছোট হোক বড় হোক, তাতে কিচ্ছু যায় আসে না। যত দুর্নীতিবাজ কর্মচারী, ডাক্তার , ইঞ্জিনিয়ার, পুলিশ, আর্মি, ব্যবসায়ি আছে তাদের সবাইকে সাবধান করে বলছি, আজ আমি, কাল হয়ত অন্য কেউ, তার পর হয়ত আরও অনেকে এভাবে একদিন সারা দেশটাই জেগে উঠবে। তখন মাটি খুরেও পালাবার জাইগা পাবি না তোরা।

৭১ এ বাঙালি জেগেছিল তাদের পেটে লাথি মারার কারনে। আজ তোরা তো এই দেশটারেই গলা টিপে মারতে চাইছিস। তোদের যে কি হবে রে!!!!!!!!!!!!!!!!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।