আমাদের কথা খুঁজে নিন

   

সাহায্যমূলক পোস্টঃ প্রাইভেট কারের ট্যাক্স টোকেন নবায়ন

আমার একটি পুরনো গাড়ি আছে ০৩ সিরিয়াল এর। বছরখানি আগে ট্যাক্স টোকেন নবায়ন করতে গিয়ে চরম বিপত্তি। আগে ট্যাক্স এর টাকা জমা দেয়া হত ডাকঘরে। কিন্তু ২ বছর হল ট্যাক্স এর টাকা জমা দেয়া হয় BRTA তে তাদের নতুন সফটওয়্যার দিয়ে। আমার সর্বশেষ ট্যাক্স ডাকঘরে জমা দেয়ার কারনে এইটার রেকর্ড BRTA এর কাছে নেই।

য়য়। র ফলে এখন এই রেকর্ড BRTA এর সফটওয়্যার এ এন্ট্রি দিতে হবে এবং তার পরেই কেবলমাত্র আমি নবায়ন করতে পারব। কিন্তু এর পরপরই আমি অফিসের একটা প্রজেক্টে দেশে চলে আসি। আর অনসন্ধানের সু্যোগ হয় নি। কেউ কি একি সমস্যার মুখোমুখি হয়েছেন? কোন সহজ সমাধান দিতে পারেন।

বা কেউ যদি স্বয়ং BRTA তে থাকেন তবে আওয়াজ দিলে খুব উপকার হয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।