আমাদের কথা খুঁজে নিন

   

লকলকে লেজের লোম পাবে

শাফিক আফতাব----------- আমি অনেক পশুর পায়ে কাছে লুটেছি একবিন্দু শিশিরের জন্য মানবতার জন্য ভিক্ষা মেঙেছি হাভাতে আর্তের মতোন তবু ঘি মেখে বানরের লেজ কিঞ্চিত সোজা হয়নি বরং আলতো মোলায়েম পেয়ে লেজের লোমগুলো লকলকে ঘাসের মতোন ছেয়ে গেছে। পরিসংখ্যান ব্যুরোতে যাও মানবতার খোলস পাবে, নিপুণ নটের গিঁট পাবে ধবধবে সাদা বসন পাবে অথচ মানবতা পেতে গেলে তোমাকে দীর্ঘ সময় নিতে হবে পাবে হয়তো তেলহীন গ্রামীণ বধুর ময়লা মাথায় দুই একটি উঁকুন পাবার মতোন মানবতার কোয়া............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।