আমাদের কথা খুঁজে নিন

   

আবু সুফিয়ানের সাক্ষ্য - মহানবী (সাঃ) আল্লাহর নবী ।

আল্লাহ ছাড়া আর কোন সৃষ্টিকর্তা নেই । হযরত মোহাম্মদ (সাঃ) আল্লাহর বান্দা ও রাসূল । হযরত সাঈদ ইবনে মুসায়্যেব (রাঃ) বলেন, বিজয়ের রাত্রে যখন মুসলমানগণ মক্কায় প্রবেশ করিলেন তখন সেই রাত্রে তাহারা সকাল পর্যন্ত তকবীর ও তাহলীল (আল্লাহু আকবর এবং সুবহানাল্লাহ) এবং বাইতূল্লাহর তওয়াফ করিয়া কাটাইলেন । ঘরে থাকা অবস্হায় ক্বাবায় সাহাবীদর এরূপ যিকির আজকার দেখিয়া হযরত আবু সুফিয়ান (রাঃ) তাহার স্ত্রী হযরত হিন্দ (রাঃ) কে বলিলেন, তুমি দেখিতেছ কি , এই সমস্ত আল্লাহতায়ালার পক্ষ হইতে । অতঃপর সকালে হযরত আবু সুফিয়ান (রাঃ) রসূল (সাঃ) এর খেদমতে আসিলেন । রসূল (সাঃ) বলিলেন, তুমি হিন্দকে বলিয়াছিলে , দেখিতেছ কি? এই সমস্ত আল্লাহ তায়ালার পক্ষ হইতে । হিন্দ তাহার উত্তরে বলিয়াছিলো, হা, এই সমস্ত আল্লাহ তায়ালার পক্ষ হইতে । মহানবী (সাঃ) এর এই কথা শুনিয়া হযরত আবু সুফিয়ান (রাঃ) চরম বিস্ময় প্রকাশ করিলেন এবং বলিলেন, আমি ইহার সাক্ষ্য দিতেছি যে, আপনি আল্লাহর বান্দা ও তাহার রাসূল । সেই পবিত্র যাতের কসম , যাহার নামে আবু সুফিয়ান কসম খাইয়া থাকে , আমার এই কথা তো হিন্দ ব্যতীত আর কেহ শুনে নাই । (বাইহাকী)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।