আমাদের কথা খুঁজে নিন

   

আদালত চত্বর থেকে পালাল হত্যা মামলার আসামি

সোমবার সকালে নারায়ণগঞ্জ কোর্টের হাজতখানা থেকে আদালতে নেবার সময় আসামি রনি (২৮) পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান।
রনি সদর উপজেলার ফতুল্লার সেহারচর এলাকার আতাউর রহমানের ছেলে। তিনি গার্মেন্ট কর্মী মাহাবুব হত্যা মামলার আসামি। গত শুক্রবার রনিকে গ্রেপ্তার করে শনিবার আদালতে রিমান্ড চায় পুলিশ। সোমবার ছিল সেই রিমান্ডের শুনানি।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সকালে আদালতের হাজতখানা থেকে রনিসহ মোট ১৬ আসামিকে আদালতে নেবার পথে রনি কৌশলে ভীড়ের মধ্য থেকে পালিয়ে যান।
এ সময় আসামিদের আদালতে নেবার দায়িত্বে ছিলেন হাবিলদার জুলহাস, কনস্টেবল আজম, আলাল এবং তাজুল।
রনি কীভাবে পালিয়েছে সে বিষয়ে কোন সদুত্তর দিতে পারেননি পরিদর্শক আসাদুজ্জামান।
তবে তিনি বলেন, আসামিদের আদালতে নেয়ার দায়িত্বে যারা ছিলেন তাদের ‘অবহেলা’ থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।