আমাদের কথা খুঁজে নিন

   

somewhereinblog.net for all or not for all ??

আমি কি বাংলাদেশী না বাঙালী .................... সামু তে নতুন আইন ও পলিসি দেখলাম । ধন্যবাদ একটা ব্লগ পলিসি তৈরী করার জন্য এবং তা সর্ব সাধারন মানে সকল ব্লগার কে অবহিত করার জন্য । বিগত ২০০৮-২০০৯ সালে দেশের অভ্যন্তরে তুমুল রাজনৈতিক অরাজকতার সময়ে এই ব্লগটি জনমনে বেশ পরিচিতি লাভ করে আর আমিও অন্যান্য ইন্টারনেট ব্যবহারকারীদের মতো যথারিতি ব্লগে ঠিকানা খুললাম এবং তেমন কিছু লেখা হতো না শুধু মন্তব্য আর পড়তাম । তখন এই ব্লগে বদলে যাও বদলে দাও বলে একটি ব্যানার এর বিঞ্জাপন দেখা যেতো কিন্তু এখন অবশ্য কেউ আর বদলে যাবার কথা বলার নেই । ইতিমধ্যে অনেক কিছু বদলে ফেলেছেন বলে হয়তো ।

যাক সামুকে ভালই লাগতো কারন তাতে রাজনৈতিক সমালোচনা নিন্দা ঝড় ভালোই হতো । তাই অনেক সাংবাদিক আর বুদ্ধিজীবি, লেখক দের মাঝে সাধারন শিক্ষিত সমাজ এর কিছু ডিজিটাল নাগরিক এর ব্যবহার করে এবং নিজস্ব ঠিকানা করে সামু তে। সামুর কথা প্রথম শুনি প্রথম আলোর একজন শীর্ষ সাংবাদিক এর মাধ্যমে । অনেক খবর পত্রিকায় জায়গা না হওয়ায় সামুতে পাওয়া যায় । যাহোক এরকম অনেক সাংবাদিক বন্ধরাও সামুর সদস্য তবে তারাও নিদিষ্ট ঘরনার মানুষ।

অনেকদিন পর আবার ২০১২ তে কিছুদিন ধরে সামুতে কিছু সমালোচনা আর কঠিন সমালোচনা করে আমিও আমার আইডি টি হারিয়ে ফেলেছিলাম মানে আরকি হ্য্যাক না কি বলে , তবে ডিজিটাল যুগের মানুষ বলে আইডি টা পুনরায় পেয়েছি !!!!!!!!! হঠাৎ সামু এমন একটা সময়ে ব্লগ আইন প্রচার করলো যখন দেশের সরকার ইন্টারনেট এর গলা চেপে ধরতে আইন তৈরীর চেষ্টা করে যাচ্ছে । আর এই বিতর্ক কিছুদিন চলার পর অন্যান্য বড় বড় ঘটনা -দুর্ঘটনার আড়ালে ঢাকা পড়ে গেছে তবে সামু ঠিক তার সদস্যদের কে ঠিক একটি বেড়ায় আটকে দিছ্ছে । সামুকে যেহেতু আয়-ব্যয় দুটোই দেখতে হয় ওয়েব পোর্টাল সংরক্ষন জন্য এবং এর মালিক পক্ষ অবশ্য কোন ইশার করেছে বা কারো কথা রাখতে এই আইন প্রচার তবে দুটো ঘটনায় (সরকার ও সামু) আশা করি কোন সম্পর্ক বা মিল নেই বা সামু সরকার এর পক্ষ নয় বরং সামুকে সকল সরকার বিরোধী হিসাবে গঠনমুলক সমালোচনার কেন্দ্র হিসাবে দেখতে চাই । কারন যারা ব্লগে লেখেন তারা নিশ্চয়ই রাজনীতির আয় দিয়ে চলেন না !!!!!!!!!! সামু আশা করি নিরপেক্ষ থেকে ব্লগারদের মাঝে এক অনলাইন রিশেলন গড়ে যাবে যা জাতিকে কোন কোন বিষয়ে পথ দেখাতে সাহায্য করবে । কোন আইন বাংলাদেশে ১০০% প্রযোজ্য হয়েছে কি ? না আ্ইন প্রশাসন আর মাঠ প্রশাসন তার প্রয়োগ বাস্তবে জনগনের জন্য করেছে ? ব্লগ আইন করে বেশিদিন ব্লগারদের দমিয়ে রেখে সামু হয়তো কাউকে খুশি করতে পারবে তবে বাক্য প্রকাশ এর মাধ্যমকে আটকে রাখতে পারবে না, তাতে সামুর সুনাম ক্ষুন্ন হবে সদস্যদের -গ্রাহকদের কাছে গ্রহনযোগ্যতা হারাবে ।

ইতমিধ্যে বদলে যাও বদলে দাও এখন আর টিভি মিডিয়ায় বিঞ্জাপনে নেই । কারন সে নিজেকে বদলা্য় নি !! আশা থাকবে সামু থাকবে সবার জন্য উন্মুক্ত সকল সদস্যদের ব্লগ। আইন এর একটি ব্যাপার অবশ্যই সমর্থন যোগ্য যেম কুৎসিৎ ভাষা আর বিকৃত ধামাধরা লেখাগুলো কে প্রথম পেজ থেকে সরিয়ে দেয়া বা ব্যান করা । এক্ষেত্রে ব্লগগুলোকে বিভিন্ণ গ্রেড এর মাধ্যমে প্রচার করা যেতে পারে প্রয়োজনে রাজনৈতিক বিষয়গুলোকে দল ভেদে প্রকাশ করা যেতে পারে , তবে এডমিন ভাইয়েরা যেভাবে বকা দেন বা ভয় দেখান সাধারন ব্লগারদের তাতে তাদের কে নিশ্চই একদিন শুনতে হবে সামু একটা ছা-গু, ব-না, গো-পো, পা-টা-র ইত্যাদি ইত্যাদি.......... ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।