আমাদের কথা খুঁজে নিন

   

দিন কি পাল্টে গেল নাকি ! ৭১ এরপর এমনটি আর দেখা যায় নি।

গভীরে যেতে চাই, অনেক গভীরে, যেখানে সুন্দর একটা মন থাকে ডিসেম্বর, আমাদের বিজয় ও গর্বের মাস। এ মাসটিতে আমরা ফিরে যাই ১৯৭১সালে, স্মৃতিচারণ করি আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে। যেখানে রচিত হয়েছিল বাংলার গৌরব গাঁথা ইতিহাস, আর আমরা পেয়েছি আমাদের বহু কাঙ্খিত স্বাধীনতা। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তিরা হয়েছিল পরাজিত। ডিসেম্বর মাস এলেই স্বাধীনতা বিরোধীরা লেজ গুটিয়ে ঘরে বসে থাকতো, তাদের সাড়াশব্দও পাওয়া যেত না।

সেই স্বাধীনতা বিরোধী শক্তিরা এবার বেশ সক্রিয়, আজ তারা রাজপথে মারমুখি ভূমিকায়। এর কারণ হতে পারে যুদ্ধাপরাধীদের বিচার ও তাতে বিরোধী দলের প্রচ্ছন্ন সমর্থন ও সরকারি দলের রাজনৈতিক ব্যর্থতা। আজ জামাত-শিবির এর আস্ফালন দেখে মনে হচ্ছে, আবার তারা ৭১ এর মত ভয়ানক সব কান্ড ঘটিয়ে ছাড়বে। হরতাল, অবরোধ পেলে তো কথাই নেই। ভাঙ্গচুর জ্বালাও পোড়াও করে জামাত-শিবির একটি বিসুঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে, যাতে তারা যুদ্ধাপরাধীদের বিচারটা বানচাল করতে পারে।

আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরা আজ নিরব। এটার কারণ হতে পারে, তারা মুক্তিযুদ্ধের পক্ষের এ সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না। সরকার ও কারো ধার ধারছে না। এমন অবস্থার সুযোগ নিচ্ছে জামাত-শিবির ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।