আমাদের কথা খুঁজে নিন

   

"বিজয়ের পরশমনি"

ঐ বিজয়ের কেতন উড়ে,এই বিজয়ের মাসে। দিনটা এলেই মনে পড়ে থাকি বাংলাদেশে। বিজয় মানে প্যাস্টেল রঙে ক্যাম্পাস পড়ে ঢাকা- বিজয় সে তো রঙিন পাতায় বিজয় কথা গাঁথা। বিজয় মানে পুব আকাশে উদয় রাঙা রবি, বিজয় এলেই ক্যানভাসেতে আমার দেশের ছবি। ইচ্ছে করে পার হয়ে যাই সোজন বাদিয়ার ঘাট, বিজয় মাসে লিখে ফেলি নকশি কাঁথার মাঠ।

বিজয় আমার বাবার তুলি,দেশের ছবি আঁকা। বিজয় আমার মায়ের বুলি-"ফিরে আসিছ খোকা"। বিজয় মাসে মনে পড়ে প্রভাত ফেরীর গান। বিজয় মাসে ভুলনা আর, শহীদদের ঐ দান। কত বীর যে প্রান দিল, শুনতে বিজয় ধ্বনি, বীরের গীতি কাব্য মাঝে তাই তো আজও শুনি।

এই মাসেতেই বুদ্ধিজিবী ছাড়ল মায়ের কোল, কত রক্তে শুনতে পেলাম জয় বাংলার ঐ বোল। বিজয় এলে কত মা যে, ভাসে চোখের জলে। খুঁজে ফেরে তাঁর খোকাকে ঐ সেনাদের দলে। তাইতো এসো ঘৃনা করি রাজাকারের দল, বিদ্রোহী ঐ গান কবিতায় ভাঙি ওদের বল। এই বিজেয়ের পরশমনি আঁকি সবার মনে, ভুলিয়ে রাখি বাংলা মাকে আকুল করা গানে।

চাই না তো আর রোজ খালি হোক আমার মায়ের বুক, আজকে এসো ফিরিয়ে আনি সকল মায়ের সুখ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.