আমাদের কথা খুঁজে নিন

   

মে মাসে রেমিটেন্স কমেছে

২০১২-১৩ অর্থবছরের ১১ মাসের মধ্যে মে মাসেই সবচেয়ে কম রেমিটেন্স দেশে এসেছে।
মাসের হিসাবে এপ্রিল এবং আগের বছরের একই মাসের তুলনায় মে মাসে এ খাতে আয় কমেছে।
সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্যে দেখা যায়, মে মাসে প্রবাসী বাংলাদেশিরা ১০৭ কোটি ৯৪ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের মাসে ছিল ১১৯ কোটি ৪৪ লাখ ডলার। আর গত বছরের মে মাসে এসেছিল ১১৬ কোটি ডলার।
এনিয়ে চলতি অর্থবছরের প্রথম এগারো মাসে (জুলাই-মে) দেশে মোট এক হাজার ৩৩৯ কোটি ৫১ লাখ রেমিটেন্স দেশে এসেছে।


২০১১-১২ অর্থবছরের একই সময়ে এসেছিল এক হাজার ১৭৭ কোটি ডলার।
অর্থ্যাৎ এই ১১ মাসে গত অর্থবছরের ১১ মাসের চেয়ে ১৩ দশমিক ৭৬ শতাংশ বেশি রেমিটেন্স দেশে এসেছে।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি অর্থবছরে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে গত বছরের অক্টোবর মাসে; ১৪৫ কোটি ৩৭ লাখ ডলার। দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স আসে জানুয়ারি মাসে; ১৩২ কোটি ৭০ লাখ ডলার।
মে মাস ছাড়া চলতি অর্থবছরের বাকি আট মাসেই ১১৫ কোটি ডলারের বেশি রেমিটেন্স এসেছে।


বাংলাদেশ ব্যাংকের জানুয়ারি-জুন সময়ের মুদ্রানীতিতে চলতি অর্থবছরে মোট এক হাজার ৪৭৭ কোটি ডলারের সমপরিমাণ রেমিট্যান্স আসবে বলে প্রাক্কলন করেছে।
আগের অর্থবছরের তুলনায় এ হার ১৫ শতাংশ বেশি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।