আমাদের কথা খুঁজে নিন

   

এ কেমন বাঁচা বেঁচে আছি !!!

মডেল-আমি নিজেই এ কেমন বাঁচা বেঁচে আছি মরণসম যাতনা নিয়ে বিষন্নতার শরাব পানে; একাকিত্বের অভিশাপ মেনে। পাথরসম স্তব্ধতা উপহাস বঞ্চণা শঠতা আর প্রবঞ্চকের বক্র হাসি নিয়ে তোমার ছিন্নপত্র ছলনা এ বাঁচা বেঁচে থাকা না। আমার প্রেম ছিল প্রবঞ্চনা, তোমার কাছে; তোমার বন্ধুমহল শোভাকাঙ্খী যত আছে। তাদের শঠতা আর মিথ্যে প্রহসনে, আমায় ছুড়ে ফেলে সঙ্গোপনে, তাদেরই একজনে, দানিয়েছো পুষ্পমাল্য, বেঁধেছো মায়ার বাঁধনে; সুখের আশায় আপনমনে। ছুড়ে ফেলে দূরে আমায় করে ঘৃণা বিন্দুমাত্র সুখ পেলে কিনা? শতপ্রবঞ্চক আর শঠের কাছে আমার প্রেম হয়ে গেল প্রবঞ্চনা; ভালবাসাও প্রবঞ্চনা হতে পারে শঠ আর ষড়যন্ত্রকারীর প্রতারণায় মিথ্যে সন্দেহে আর অনুমানে; প্রতারিত হয়েছো তুমি প্রতিদানে তোমায় হারিয়ে আমি জীবন মৃত্যুর সন্ধিঃক্ষণে। লম্পট জীবনসঙ্গী তোমার তোমারে দিয়ে যাতনা; নিত্য খেলা করে এ তোমার পরিনাম ভালবাসা প্রত্যাখানে সুখ মেলে না। আর আমি ভালবাসার অপরাধে, নিয়ে শত বঞ্চণা অবজ্ঞা বিষবান কাঁধে। এ কেমন বাঁচা বেঁচে আছি মরণসম যাতনা নিয়ে বিষন্নতার শরাব পানে একাকিত্বের দংশন অভিশাপ মেনে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.