আমাদের কথা খুঁজে নিন

   

শর্টফিল্ম-অপেক্ষার নির্বাসন(Exile of Waiting)

অসীম ব্যাসার্ধের একটি বৃত্ত, যা এখনও সরলরেখায় পর্যবসিত হয় নি সিনেমা পিপলসের ব্যানারে মুভি পাগল প্রোডাকশন সম্প্রতি অনলাইনে মুক্তি দিয়েছে তাদের নতুন শর্টফিল্ম অপেক্ষার নির্বাসন। কাহিনী,চিত্রনাট্য ও সংলাপ: ভিকি জাহেদ পরিচালনা: ভিকি জাহেদ সহকারী পরিচালনা: ওয়াজী উল্লাহ খান সিনেমাটোগ্রাফি: নুসায়ের নিটোল এডিটর-ফেরদৌস মাহমুদ তানভীর আর্ট ডিরেকশন:ইহতিশাম আহমেদ টিংকু অভিনয়: ভিকি,অর্থি,সানী,ঝর্ণা সরকার,তাথৈ,নিয়াজ,তারেক। কাহিনী সংক্ষেপ: নিলু ও মাহফুজ স্বপ্ন দেখে বিয়ে করে ঘর বাঁধার। নিলুর মা স্বপ্ন দেখেন তাদের ছেলেমেয়েরা একদিন প্রতিষ্ঠিত হবে। নিলুর ছোট বোন কনা স্বপ্ন দেখে সে একদিন তার আপুর মত সুন্দর হবে।

ভাই রুমি তার দেশের মানুষের দুর্দশা দূর করার স্বপ্ন দেখে। আমরা সবাই স্বপ্ন দেখি। জীবনটা যেন শুধুই স্বপ্ন পূরণের অপেক্ষামাত্র........ সামর্থ্যের সবরকম সীমাবদ্ধতা সত্ত্বেও পরিচালক ভিকি জাহেদ ও তার টিম দারুণ একটি মুভি তৈরী করেছেন। সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আন্ত:বিশ্ববিদ্যালয় শর্টফিল্ম ফেস্টিভ্যালে মুভিটি প্রদর্শিত হলে উপস্থিত দর্শকেরা মুভিটির প্রশংসা করেন। মুভিটি আপনারাও দেখুন।

আপনাদের মতামত জানান। হয়ত আপনাদের গঠনমূলক সমালোচনা ই হবে আজকের নবীনদের আগামীর পথচলার অনুপ্রেরণা। লিংক এখানে  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।