আমাদের কথা খুঁজে নিন

   

আজ ছাগুদের মনখারাপ!

আগামীকাল লিখবো। আজ থাক। ইকোনমিকস ব্লগে বিচারপতিদের কথোপকথন ফাঁস হয়ে গেছে! সব ছাগুর ল্যাঞ্জা এতে বিশেষ অঙ্গের মতোই খাঁড়া হয়ে গেছে! এখন খোঁজামী, চুঈদী, গেলমান আজমদের মুক্তিযোদ্ধা বানানো যাবে! ইয়াহু! কিন্তু হায়! ইহা তারা কি দেখিল??? ওখানে তেমন কিছু নাই যা দ্বারা বাবাদের নিষ্পাপ ঘোষণা করা যেতে পারে! শুধু একটাই অংশ উল্লেখযোগ্য, সেটা হচ্ছে সরকার তাড়াতাড়ি একটা রায় চায়! কিন্তু সরকার যে এই ডিসেম্বর মাসেই রায় চায়- এটাতো সবাই জানে! তাহলে আর নতুন তথ্য কোথায়? কিভাবে বাবাদের মুক্তিযোদ্ধা বানাবে? এখানে আরো দেখলামঃ আহমেদ জিয়াউদ্দিন এবং নিজামুল হক নাসিম দুইজনেই চাইছেন সরকারের তাগাদা অনুযায়ী তাড়াহুড়ো না করে একটু সময় নিয়েই কাজ শেষ করতে। একাধিকবার তারা 'ফেয়ার ট্রায়াল' নিশ্চিত করার কথা উল্লেখ করেছেন। পরামর্শদাতার কাছ থেকে কোনো 'রায়' দেওয়া হচ্ছে না, শুধু রায় লেখার একটি সর্বজনস্বীকৃত কাঠামো সম্পর্কে আলোচনা করা হচ্ছে। এখানে এমন কোনো অংশই আঁতসী কাঁচ দিয়েও খুঁজে পাওয়া গেল না যেটাতে লিখা এই বিচার সম্পূর্ণ বানানো!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।